24 C
আবহাওয়া
২:৩৩ অপরাহ্ণ - ডিসেম্বর ২৫, ২০২৪
Bnanews24.com
Home » রাবিতে ক্যান্টিনের খাবারের দাম বৃদ্ধিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

রাবিতে ক্যান্টিনের খাবারের দাম বৃদ্ধিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

রাবিতে ক্যান্টিনের খাবারের দাম বৃদ্ধিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

বিএনএ, রাবি: রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শহীদ জিয়াউর রহমান হলে খাবারের দাম বৃদ্ধি নিয়ে ক্যান্টিনে তালা লাগিয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে আন্দোলনরত শিক্ষার্থীরা। বুধবার (১৩ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১২টায় হলটির ভিতরে আন্দোলন করেন তারা।

আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, এর আগেও কয়েকদফা হল প্রশাসনের সাথে নিয়ে ক্যান্টিন মালিককে খাবারের দাম কমানোর দাবি জানান হলের শিক্ষার্থীরা। তবে শিক্ষার্থীদের কথায় কর্ণপাত না করে খাবারের দাম বেশি নিচ্ছিলেন ক্যান্টিন মালিক। খাবারের দাম বেশি নিলেও খাবারের মান যথেষ্ট খারাপ বলে জানান শিক্ষার্থীরা। খাবারের মান ভালো করার কথা জানালে ক্যান্টিন মালিক খাবারের মান বৃদ্ধিতেও কোনো নজর দেয়নি। ফলে জিয়া হলে শিক্ষার্থীরা সকাল ১০টায় হলের টিভি রুমে খাবারের দাম বৃদ্ধির বিষয় নিয়ে আলোচনায় বসেন। পরে খাবারের দাম না কমানো পর্যন্ত তারা ক্যান্টিনে তালা মেরে আন্দোলন করবেন বলে সিদ্ধান্ত নেন।

রাবিতে ক্যান্টিনের খাবারের দাম বৃদ্ধিতে শিক্ষার্থীদের বিক্ষোভ
বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা

হলের একাধিক সূত্র নিশ্চিত করেছে, ক্যান্টিন মালিক জিয়াউর রহমান হলের দায়িত্বপ্রাপ্ত ছাত্রলীগের একাধিক নেতাকর্মীকে বিনা টাকায় খাওয়ান। তাদের মদদেই তিনি শিক্ষার্থীদের কাছ থেকে খাবারের দাম বেশি রাখেন।

এ বিষয়ে জিয়াউর রহমান হলের আবাসিক শিক্ষার্থী বাপ্পি বলেন, আমরা কয়েকবার ক্যান্টিন খাবারের দাম কমানোর কথা মালিককে অবহিত করেছি। তিনি খাবারের দামও বেশি নেন আবার খাবারের মানও খুব খারাপ। ফলে আমরা সকলে মিলে সিদ্ধান্ত নিয়েছি দাম না কমানো পর্যন্ত অবস্থান করবো।

রাবিতে ক্যান্টিনের খাবারের দাম বৃদ্ধিতে শিক্ষার্থীদের বিক্ষোভ
ক্যান্টিনের খাবারের দাম বৃদ্ধিতে বৈঠকে শিক্ষার্থীরা

জিয়াউর রহমান হলের আরেক শিক্ষার্থী নাম প্রকাশ না করার শর্তে বলেন, আমরা ক্যান্টিন মালিককে একাধিকবার বুঝিয়েছি কিন্তু তিনি আমাদের কথা শুনেনি। আমরা এটাও বলেছি যে অন্য ক্যান্টিন নির্দিষ্ট দামে পারলে আপনি পারবে না কেন? কিন্তু আমাদের কাছ থেকে দাম বেশি করেই রাখেন। তাই আমরা বিক্ষোভ করছি।

আরও পড়ুন: ঢাবির রাশেদ এখন তুরস্কের বিশ্ববিদ্যালয়ের শিক্ষক

এদিকে, শিক্ষার্থীদের বিক্ষোভের খবর শুনে হলে আসেন প্রাধ্যক্ষ ড. সুজন সেন। শিক্ষার্থীদের সাথে ঘন্টাব্যাপী আলোচনা করেন। হল সুপারের স্বাক্ষর করা নতুন খাবারের তালিকা দেখেও বিস্মিত হন তিনি। এসময় বেশ কিছু দাবি তুলে ধরেন হলের আবাসিক শিক্ষার্থীরা। ক্যান্টিন মালিক খোকনও সেই আলোচনায় অংশ নেন। তবে শিক্ষার্থীরা যেই দামে খাবার চান, সেই দামে দিয়ে তার পক্ষে ক্যান্টিন চালানো সম্ভব নয় বলে জানান তিনি।

সার্বিক বিষয়ে জানতে চাইলে শহীদ জিয়াউর রহমান হলের প্রাধ্যক্ষ ড. সুজন সেন বলেন, ক্যান্টিনে খাবারের দাম বৃদ্ধির বিষয়টি আমি ব্যক্তিগতভাবে জানতাম না। শিক্ষার্থীরা যেভাবে চাইবে, ক্যান্টিন সেভাবেই চলবে; আর যেই হল সুপারের বিরুদ্ধে অভিযোগ উঠেছে আমরা হল কর্তৃপক্ষ বসে তার বিরুদ্ধে ব্যবস্থা নেবো। আজকে যেহেতু রান্না হয়ে গেছে, কাজেই আজকে ক্যান্টিন চলবে। ওনি যদি শিক্ষার্থীদের প্রস্তাবিত দামে খাবার বিক্রি না করতে পারেন, তাহলে আমরা নতুন কাউকে ক্যান্টিনের দায়িত্ব দেবো।

বিএনএনিউজ/ সাকিব, বিএম/হাছিনা আখতার মুন্নী

Loading


শিরোনাম বিএনএ