27 C
আবহাওয়া
১২:০২ অপরাহ্ণ - নভেম্বর ২৪, ২০২৪
Bnanews24.com
Home » ১৯ দিনব্যাপী মাহফিলে সীরাতুন্নবী: ঢাকা কেন্দ্রীয় উপকমিটির প্রস্তুতি সভা অনুষ্ঠিত

১৯ দিনব্যাপী মাহফিলে সীরাতুন্নবী: ঢাকা কেন্দ্রীয় উপকমিটির প্রস্তুতি সভা অনুষ্ঠিত

১৯ দিনব্যাপী মাহফিলে সীরাতুন্নবী ঢাকা কেন্দ্রীয় উপকমিটির প্রস্তুতি সভা অনুষ্ঠিত

বিএনএ, ঢাকা: আশেকে রাসুল (স.) শাহ হাফেজ আহমদ (র.) প্রকাশ শাহ সাহেব কেবলা চুনতি কর্তৃক প্রবর্তিত ১৯দিন ব্যাপী ৫৩তম আন্তর্জাতিক মাহফিলে সীরাতুন্নবী (স.) এর প্রস্তুতি সভা মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যায় ঢাকার সেগুনবাগিচাস্থ চট্টগ্রাম সমিতি মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

সীরত মাহফিলের কার্যক্রমের সার্বিক অগ্রগতি ও কর্মপরিকল্পনা নিয়ে বক্তব্য রাখেন মুতাওয়াল্লী কমিটির সাংগঠনিক সম্পাদক শাহজাদা মাওলানা আব্দুল মালেক মোহাম্মদ ইবনে দিনার নাজাত।

ঢাকা কেন্দ্রীয় উপকমিটির সভাপতি ও রিজওয়ান গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান নুরুল ইসলাম সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন সিবিএম গ্রুপ ও আল আরাফাহ ইসলামি ব্যাংক লিমিটেডের ডিরেক্টর, চট্টগ্রাম সমিতি ঢাকা’র সাবেক সেক্রেটারি ও মাহফিলে সীরাতুন্নবী (স.) এর ঢাকার সার্বিক কার্যক্রমের প্রধান পৃষ্ঠপোষক নাসির উদ্দিন।

হযরত শাহ সাহেব কেবলা (র.) এর জীবন-ঘনিষ্ঠ স্মৃতিচারণ ও সীরাতের তাৎপর্য নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ ও গবেষক ড. মুহাম্মদ ঈসা শাহেদী।

ঢাকা কেন্দ্রীয় উপকমিটির সাধারণ সম্পাদক রবিউল হাসান আশিকের সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন চট্টগ্রাম সমিতি ঢাকা’র যুগ্ম সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন চৌধুরী, নোমান গ্রুপের সাবেক কোম্পানি সেক্রেটারি নুরুল আবসার, বাংলাদেশ পুলিশের এসপি মুহাম্মদ তালেবুর রহমান, সাতকানিয়া-লোহাগাড়া সমিতি ঢাকা’র যুগ্ম সাধারণ সম্পাদক শাহজাহান মন্টু, হযরত শাহ সাহেব কেবলার ঘনিষ্ঠ সহচর মরহুম মাওলানা শফিক আহমদ সাহেবের সুযোগ্য সন্তান সোহেল আরিফ, বাংলাদেশ ইলেকট্রিক্যাল মোটর পাম্পস ইম্পোর্টার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান খান, নবাবপুরস্থ চট্টগ্রাম ব্যবসায়ী পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ রহিম উদ্দিন প্রমুখ।

সভায় উপস্থিত সকলের কাছে মাহফিলের দাওয়াত পৌঁছে দেওয়া হয়। সবশেষে মিলাদ ও দোয়ার মাধ্যমে এ প্রস্তুতি সভার সমাপ্তি ঘটে।

উল্লেখ, আগামী বুধবার (২৭ সেপ্টেম্বর) থেকে ৫৩তম মাহফিলে সীরাতুন্নবী (স.) আরম্ভ হতে যাচ্ছে। রোববার (১৫ অক্টোবর) দিবাগত রাতে আখেরি মোনাজাতের মাধ্যমে এবারের মাহফিল সমাপ্ত হবে।

আরও পড়ুন: আখেরি চাহার সোম্বা আজ

বিএনএনিউজ/বিএম

Loading


শিরোনাম বিএনএ