Bnanews24.com
Home » কূপ থেকে শিশুর মরদেহ উদ্ধার, আটক মা-বাবা
ময়মনসিংহ সব খবর সারাদেশ

কূপ থেকে শিশুর মরদেহ উদ্ধার, আটক মা-বাবা

কূপ থেকে শিশুর মরদেহ উদ্ধার, আটক মা-বাবা

বিএনএ,ময়মনসিংহ: ময়মনসিংহের হালুয়াঘাটে পানির কূপ থেকে আয়েশা খাতুন (২) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের কর্মীরা। এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য মা-বাবা ও মামাকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে উপজেলার জুগলী ইউনিয়নের গিলাবই গ্রামে এই ঘটনা ঘটে।  হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুজ্জামান খান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সকালের দিকে স্থানীয় একজন কূপে শিশুর মরদেহ ভাসছে দেখে ৯৯৯-এ কল দিয়ে জানায়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ১০ ফুট গভীর ওই কূপ থেকে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে কিভাবে এই শিশুটি কূপে পড়ে মারা গেল তা এখনো জানা যায়নি।

এই ঘটনার রহস্য উদঘাটনের জন‍্য নিহতের বাবা উপজেলার জুগলী ইউনিয়নের গিলাবই গ্রামে বাদশা মিয়া (৩৫), মা আম্বিয়া খাতুন (২৮) ও মামা তোফাজ্জল হোসেন (৪৫) কে থানায় নিয়ে আসা হয়ছে। বিস্তারিত পরে জানা যাবে বলেও নিশ্চিত করেন ওসি।

বিএনএ/হামিমুর, এমএফ