22 C
আবহাওয়া
১০:০৬ অপরাহ্ণ - জানুয়ারি ৫, ২০২৫
Bnanews24.com
Home » দূরপাল্লার ক্রুজ ক্ষেপনাস্ত্র পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া

দূরপাল্লার ক্রুজ ক্ষেপনাস্ত্র পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া


বিএনএ বিশ্বডেস্ক : নতুন দূরপাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্রের  পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া।এই ক্ষেপণাস্ত্রগুলো দেড় হাজার কিলোমিটার ( উড়ে গিয়ে লক্ষ্যস্থলে আঘাত হেনেছে। এগুলো জাপানের ক্ষেপণাস্ত্রগুলোর চেয়েও অনেক বেশি শক্তিশালী।সোমবার(১৩ সেপ্টেম্বর) দেশটির রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম কেসিএনএ’র বরাত দিয়ে বিবিসি এক প্রতিবেদনে এতথ্য জানিয়েছে

উত্তর কোরীয় কর্তৃপক্ষ জানিয়েছে, শনি ও রোববার পরীক্ষাগুলো করা হয়। উত্তর কোরিয়ার জলসীমার মধ্যেই ক্ষেপণাস্ত্রগুলো পড়েছে। জাতিসংঘের নিরাপত্তা পরিষদ ক্ষেপণাস্ত্র পরীক্ষা নিয়ে যে নির্দেশনা দিয়েছে; উত্তর কোরিয়া তা মেনেই এই পরীক্ষা চালিয়েছে।

উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষার প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্র বলেছে, এর মধ্য দিয়ে এ বিষয় সামনে আসে যে তারা সামরিক কর্মসূচির ওপর গুরুত্ব দেওয়া অব্যাহত রেখেছে। উত্তর কোরিয়া এখনো তার প্রতিবেশী ও আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য হুমকি হিসেবে রয়ে গেছে।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ