20 C
আবহাওয়া
৪:২৪ পূর্বাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৪
Bnanews24.com
Home » জোকোভিচের স্বপ্ন পূর্ণ হতে দিলেন না মেদভেদেভ

জোকোভিচের স্বপ্ন পূর্ণ হতে দিলেন না মেদভেদেভ

জোকোভিচের স্বপ্ন পূর্ণ হতে দিলেন না মেদভেদেভ

বিএনএ ক্রীড়া ডেস্ক: ইউএস ওপেনে ডানিল মেদভেদেভকে হারাতে পারলেই ইতিহাস রচনা করতে পারতেন নোভাক জোকোভিচ।

পুরুষদের এককে সর্বোচ্চ সংখ্যক গ্র্যান্ড স্ল্যাম জয়ের পাশাপাশি বছরের চারটি গ্র্যান্ড স্ল্যামের সবকটি জয়ের রেকর্ডও গড়তেন তিনি। কিন্তু তার সেই স্বপ্ন পূর্ণ করতে দিলেন না রাশিয়ান তারকা মেদভেদেভ।

ইউএস ওপেনের ফাইনালের প্রথম তিন সেটে হারিয়ে নিজের প্রথম গ্র্যান্ড স্ল্যাম জিতে নিলেন মেদভেদেভ। ৬-৪, ৬-৪ এবং ৬-৪ সেটে জোকোভিচকে হারিয়ে এই কীর্তি গড়েন তিনি।

এর আগে গত ফেব্রুয়ারিতে অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে জোকোভিচের কাছে ৫-৭, ২-৬, ২-৬ সেটে হেরে যান মেদভেদেভ।

তারও আগে  ২০১৯ আসরে নিজের প্রথম গ্র্যান্ড স্ল্যামের ফাইনালে রাফায়েল নাদালের কাছে হেরে স্বপ্ন ভেঙেছিল মেদভেদেভের।

জোকোভিচের সামনে ইতিহাস গড়ার হাতছানি ছিল এবার।  মেদভেদেভকে হারাতে পারলে ছেলেদের এককে প্রথম খেলোয়াড় হিসেবে ২১টি গ্র্যান্ড স্ল্যাম জিততেন তিনি।

গত জুলাইয়ে উইম্বলডনে চ্যাম্পিয়ন হয়ে ২০টি গ্র্যান্ড স্ল্যাম জিতে রেকর্ডের চূড়ায় থাকা সুইজারল্যান্ডের রজার ফেদেরার ও স্পেনের রাফায়েল নাদালের পাশে বসেন জোকোভিচ। এবার তার সামনে রেকর্ডটি নিজের করে নেয়ার সুযোগ ছিল। কিন্তু শেষ পর্যন্ত মেদভেদেভের সামনে দাঁড়াতেই পারলেন না বিশ্বের এক নম্বর তারকা।

বিএনএনিউজ/আরকেসি

Loading


শিরোনাম বিএনএ
সরকারি কর্মচারীদের সম্পদের হিসাব ৩০ নভেম্বরের মধ্যেই জমা দিতে হবে সহ:প্র.শিক্ষকের ৯৫৭২ পদ সৃজনে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সম্মতি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল : সোমবার হাজির হচ্ছেন সাবেক ১০ মন্ত্রীসহ ১৪ জন ব্রিটিশ হাইকমিশনার সকাশে বিএনপির প্রতিনিধি দল আয়কর রিটার্ন দাখিলের সময় বেড়েছে জবাবদিহিমূলক ভূমি ব্যবস্থাপনা নিশ্চিত করতে হবে--ভূমি উপদেষ্টা প্রয়োজনের চেয়ে একদিনও বেশি থাকতে চায় না অন্তর্বতী সরকার- উপদেষ্টা ফরিদা পাবর্ত্যবাসীকে মূল স্রোতধারায় সম্পৃক্ত করতে হবে-উপদেষ্টা সুপ্রদীপ চাকমা আলুর কেজি ৪০০ টাকা! সপ্তাহে চারদিন ২৪ ঘণ্টা খোলা থাকবে চট্টগ্রাম বিমানবন্দর