বিএনএ ক্রীড়া ডেস্ক: লা লিগায় নিজেদের চতুর্থ ম্যাচে সেল্টা ভিগোর বিপক্ষে জয়ে পেয়েছে রিয়াল মাদ্রিদ। রোববার (১২ সেপ্টেম্বর) রাতে সান্তিয়াগো বার্নাব্যুতে ৫-২ গোলে জয় পেয়েছে কার্লো আনচেলোত্তির শিষ্যরা। এর মধ্যে তিনটি গোলই করেছেন রিয়ালের করিম বেনজেমা।
ম্যাচের চতুর্থ মিনিটেই পিছিয়ে পড়ে স্বাগতিকরা। ডি বক্সের ভেতর অনেকটা নিজেদের ভুলেই বলের নিয়ন্ত্রণ হারায় রিয়াল মাদ্রিদ। সেই সুযোগে ইয়াগো আসপাসের পাস থেকে সেল্টা ভিগোকে এগিয়ে নেন সান্তি মিনা। সামনে এগিয়ে এসেও কোনো প্রতিরোধ গড়তে পারেননি এডার মিলিতাও ও থিবো কর্তোয়া ।
এরপর ২০ মিনিট পর ফেদে ভালভার্দের অ্যাসিস্টে রিয়াল মাদ্রিদকে সমতায় ফেরান করিম বেনজেমা। ৩১তম মিনিটে আবার লিড সেল্টার, বিরতির পর স্কোরলাইন ২-২ করেন বেনজেমা। এবার তার গোলে সহায়তা করেন মিগুয়েল গুতিরেজ।
এরপর ম্যাচের পুরোটাই রিয়াল মাদ্রিদের গল্প। ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনিসিয়াস জুনিয়র ব্যবধান ৩-২ করেন। এখানেও জড়িয়ে আছে করিম বেনজেমার নাম, তিনিই পাস দেন ভিনিসিয়াসকে।
মাঝে একটি গোল করেন রিয়াল মাদ্রিদের নতুন সাইনিং এদুয়ার্দো কামাভিঙ্গা। ৮৭তম মিনিটে ভিনিয়াস জুনিয়রকে ডি বক্সের ভেতর ফাউল করেন সেল্টার এক খেলোয়াড়। ফলে পেনাল্টি পায় স্বাগতিক দল। সফল কিক থেকে দলকে গোল এনে দিয়ে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন বেনজেমা। এ নিয়ে এবারের লিগে তার গোল সংখ্যা ৫টি, গোলের দিক দিয়ে সবার ওপরে অবস্থান করছেন তিনি। সব মিলিয়ে রিয়ালের হয়ে ৫৬৩ ম্যাচে ২৮৪ গোল করেছেন করিম বেনজেমা ।
এ জয়ের ফলে চার ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে অবস্থান করছে রিয়াল মাদ্রিদ। সমানসংখ্যক পয়েন্ট নিয়ে ভ্যালেন্সিয়া দ্বিতীয় ও অ্যাতলেটিকো মাদ্রিদ তৃতীয় স্থানে রয়েছে।
বিএনএনিউজ/আরকেসি