বিএনএ ক্রীড়া ডেস্ক: ইংলিশ প্রিমিয়ার লিগে লিডসকে ৩-০ গোলের বড় ব্যবধানে হারিয়ে জয়ে ফিরেছে লিভারপুল। সেইসঙ্গে লিগে শততম গোলের দেখা পেলেন মোহাম্মদ সালাহ।
লিগ শিরোপা পুনরুদ্ধারের অভিযানে প্রথম দুই ম্যাচে জয়ের পর আন্তর্জাতিক বিরতির আগে চেলসির সঙ্গে ১-১ ড্র করে পয়েন্ট ভাগাভাগি করেছিল লিভারপুল।
রোববার(১২ সেপ্টেম্বর) রাতে অনুষ্ঠিত ম্যাচের শুরু থেকেই একের পর এক লিডসের রক্ষণভাগে আক্রমণ চলতে থাকে লিভারপুল। অলেক্সান্ডার আর্নোল্ডের হাত ধরে ম্যাচের ২০ মিনিটে লিড এনে দেন সালাহ। আর তাতেই ৩০তম খেলোয়াড় হিসেবে প্রিমিয়ার লিগের শততম গোলের মাইলফলক স্পর্শ তিনি।
৫০ মিনিটে লিভারপুলের লিড দ্বিগুণ করেন ফাবিনহো। ৬০ মিনিটে ১০ জনের দলে পরিণত হয় লিডস। এলিয়টকে মারাত্মক ফাউল করে লাল কার্ড দেখেন ডিফেন্ডার পাসকাল স্ট্রাউক।
শেষে ম্যাচের যোগ করা সময়ে সাদিও মানে গোল করলে ৩-০ গোলে অল রেডদের বড় জয় নিশ্চিত হয়।
বিএনএনিউজ/আরকেসি