31 C
আবহাওয়া
৩:৪৩ অপরাহ্ণ - এপ্রিল ১৬, ২০২৫
Bnanews24.com
Home » মিথ্যাচারে বিজেপি বিশ্বের এক নম্বরে :ফিরহাদ হাকিম 

মিথ্যাচারে বিজেপি বিশ্বের এক নম্বরে :ফিরহাদ হাকিম 


বিএনএ ডেস্ক : ভারতের পশ্চিমবঙ্গের পরিবহণ মন্ত্রী ও তৃণমূল নেতা ফিরহাদ হাকিম বলেছেন,মিথ্যাচারে বিজেপি বিশ্বের এক নম্বরে  রয়েছে।  দাঙ্গার ছবি থেকে আরম্ভ করে বিভিন্ন ছবি দিয়ে নিজেদের ভুল তথ্য পরিবেশন করে মানুষকে বিভ্রান্ত করেছে।
তিনি রোববার(১২ সেপ্টেম্বর) কোলকাতায় গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে এ মন্তব্য করেন। উত্তর প্রদেশে আসন্ন বিধানসভা নির্বাচনের মুখে মুখ্যমন্ত্রী যোগি আদিত্যনাথ সরকারের উন্নয়নের বিজ্ঞাপনে পশ্চিমবঙ্গের রাজধানী কোলকাতার একটি উড়ালপুলের ছবিকে কেন্দ্র করে বিতর্ক সৃষ্টি হয়েছে। গণমাধ্যমে দেওয়া বিজ্ঞাপনে মুখ্যমন্ত্রী যোগি আদিত্যনাথের পায়ের কাছে জ্বলজ্বল করছে কোলকাতার উড়ালপুলের ছবি। সঙ্গে লেখা, ‘ট্রান্সফরমিং উত্তরপ্রদেশ আন্ডার যোগি আদিত্যনাথ ‘ অর্থাৎ যোগির নেতৃত্বে কীভাবে বদলে গিয়েছে উত্তরপ্রদেশ, তারই ব্যাখ্যা রয়েছে ওই বিজ্ঞাপনে।
এভাবে ভুল তথ্য দেওয়ার অভিযোগে তৃণমূল নেতা ও রাজ্যের পরিবহণ মন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, ‘মা-উড়ালপুল কোলকাতা ও বাংলার একটা গর্ব। যেটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে হয়েছে। সেই উড়ালপুলকে দেখে যদি যোগি (উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগি আদিত্যনাথ) প্রণাম করে বলতেন,  তাহলে আমরা বুঝতাম যে, ডবল ইঞ্জিনের (কেন্দ্র ও রাজ্যে বিজেপি সরকার) বুদ্ধি ফিরেছে, তারা কাজ করতে চায়।  এই যে বিজেপি’র মিথ্যাচার, যোগির মিথ্যাচার এটা আবার মানুষের সামনে প্রকাশ হয়ে পড়ল।’
বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ