14 C
আবহাওয়া
৮:২৩ পূর্বাহ্ণ - জানুয়ারি ২৩, ২০২৫
Bnanews24.com
Home » আন্দোলনে নিহতের ঘটনার তদন্ত চেয়ে জাতিসংঘকে চিঠি দিল বিএনপি

আন্দোলনে নিহতের ঘটনার তদন্ত চেয়ে জাতিসংঘকে চিঠি দিল বিএনপি

জাতিসংঘকে চিঠি দিয়েছে বিএনপি

ঢাকা : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে সারা দেশে নিহতের ঘটনার নিরপেক্ষ, স্বচ্ছ ও আন্তর্জাতিকমানের তদন্তের চেয়ে জাতিসংঘকে চিঠি দিয়েছে বিএনপি।

মঙ্গলবার(১৩ আগস্ট)  বাংলাদেশে নিযুক্ত জাতিসংঘের আবাসিক সমন্বয়কারীর গুয়েন লুইসের হাতে এ সংক্রান্ত আবেদন পৌঁছে দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ।

আমরা চিরতরে এর অবসান চাই

পরে সাংবাদিকদের আমীর খসরু বলেন, দলের সিদ্ধান্ত মোতাবেক জাতিসংঘের কাছে আবেদন একটি অবৈধ সরকারের অধীনে দেশে যে হত্যাযজ্ঞ হয়েছে তার নিরপেক্ষ, আন্তর্জাতিকমানের ও স্বচ্ছ তদন্তের মাধ্যমে তা উদঘাটনের জন্য জাতিসংঘকে অনুরোধ করেছি।

যে আকাঙ্ক্ষা তা কারও মধ্যে না জাগে

তিনি বলেন, বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে যেসব হত্যাযজ্ঞ হয়েছে, নাগরিকদের যে হত্যা করা হয়েছে, তা উন্মোচনের প্রয়োজন আছে। জাতিকে কলঙ্কমুক্ত করতে হলে দেশের মধ্যে ও দেশের বাইরে যে ঘটনার মধ্য দিয়ে হত্যাযজ্ঞ করেছে সরকারের পৃষ্ঠপোষকতায়, তা জাতির সামনে, বিশ্বের সামনে তুলে ধরতে হবে। যাতে আগামীতে নিজের দেশের নাগরিকদের হত্যা করে জোর করে ক্ষমতায় গিয়ে থাকার যে আকাঙ্ক্ষা তা কারও মধ্যে না জাগে।আমরা চিরতরে এর অবসান চাই।

বিএনএ,এসজিএন/এইচমুন্নী

 

Loading


শিরোনাম বিএনএ