27 C
আবহাওয়া
৬:২৮ পূর্বাহ্ণ - মে ১৯, ২০২৪
Bnanews24.com
Home » রিটার্ন দাখিল করা যাবে যেকোন সময়: এনবিআর

রিটার্ন দাখিল করা যাবে যেকোন সময়: এনবিআর

আয়কর রিটার্ন দাখিল করা যাবে যেকোন সময় এনবিআর

বিএনএ, ঢাকা: জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)জানিয়েছে, করদাতারা বছরের যে কোনো সময় আয়কর রিটার্ন জমা দিতে পারবেন। তবে কর দিবসের (৩০ নভেম্বর) পরে রিটার্ন জমা দিলে নির্ধারিত হারে জরিমানা দিতে হবে।

রোববার (১৩ আগস্ট) জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) পরিচালক (তথ্য) সৈয়দ এ মু’মেন’র সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সম্প্রতি একটি জাতীয় দৈনিকে রিটার্ন দাখিল নিয়ে সংবাদ প্রকাশের পর এই বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন আয়কর আইনে রিটার্ন দাখিলের জন্য সময় বৃদ্ধির বিধান রাখা হয়নি। কেননা করদাতারা এখন যে কোনো সময় রিটার্ন দাখিল করতে পারবেন। কর দিবসের মধ্যে রিটার্ন দাখিলের ক্ষেত্রে সাধারণ নিয়মে কর পরিশোধ করতে হবে। শুধু তাই নয়, নতুন করদাতা তার বকেয়া রিটার্ন স্বনির্ধারণী পদ্ধতিতে দাখিল করতে পারবেন, যা পুরোনো আয়কর অধ্যাদেশ অনুযায়ী সম্ভব হতো না।

অর্থাৎ করদাতা এখন যে কোনো বছরের রিটার্ন যে কোনো সময়ে দাখিল করতে পারবেন এবং তা স্বনির্ধারণী পদ্ধতিতে দাখিল করতে পারবেন। এতে আইনগত বাধা নেই। কর দিবস পরবর্তী সময়ে রিটার্ন দাখিলের ক্ষেত্রে জরিমানা কর পরিশোধ করতে হবে।

বিএনএনিউজ/বিএম

Loading


শিরোনাম বিএনএ