27 C
আবহাওয়া
৭:৪৭ অপরাহ্ণ - আগস্ট ১৩, ২০২৫
Bnanews24.com
Home » রাউজানে জমে উঠেছে পাঁঠার বাজার

রাউজানে জমে উঠেছে পাঁঠার বাজার

রাউজানে জমে উঠেছে পাঁঠা ছাগলের বাজার

বিএনএ, রাউজান (চট্টগ্রাম): সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব মনসা পূজা উপলক্ষে রাউজানে জমে উঠেছে পাঁঠা ছাগলের বাজার। আর মাত্র চারদিন পর শুক্রবার (১৮ আগস্ট) মনসা পূজা অনুষ্ঠিত হবে। এ পূজায় বলি দেওয়া হয় পাঁঠা ছাগল।  সনাতনী সম্প্রদায়ের ৮০/: ঘরে দেওয়া হয় পাঠা বলি। এই পূজাকে ঘিরে সনাতনী সম্প্রদায়ের মাঝে উৎসবের আমেজ বিরাজ করছে। গত কয়েক বছরের মত এ বছরও পাঁঠা ছাগলের দাম একটু বেশি বলে জানায় ক্রেতাসাধারণ।

শনিবার (১২ আগস্ট) রাউজান পৌরসভার চারাবতল বাজার পরিদর্শনকালে দেখা গেছে, বিশাল এলাকাজুড়ে বসেছে পাঁঠার বাজার। ক্রেতা-বিক্রেতাদের সমাগমে জমজমাট হয়ে উঠে এই বাজার। বেচাকেনা হয়েছে প্রচুর পাঁঠা ছাগল। ৩০ হাজার টাকা থেকে ৮০-১ লাখ টাকার বেশি দামের পাঁঠা বিক্রি হয়েছে বলে জানায় বাজার পরিচালক ও পৌর কাউন্সিলর জসিম উদ্দিন চৌধুরী।

এই বাজারে ব্যবসায়ীরা দেশের বিভিন্ন অঞ্চল থেকে পাঁঠা ছাগল বিক্রির জন্য নিয়ে আসেন। একেকজন ব্যবসায়ীর হাতে ১০/২০টি পাঁঠা ছাগল, চলে ক্রেতা- বিক্রেতাদের মধ্যে দরকষাকষি। তবে বেশিরভাগ ক্রেতার নজর কাড়ছে দেশি ছাগলে। ক্রেতাদের পছন্দ ও দরদামে হলে পাঁঠা ছাগল নিয়ে ফিরছেন বাড়িতে।

বিমল শীল নামের এক ক্রেতা ৩০ হাজার টাকা দামে দু’টি পাঁঠা ছাগল কিনে বলেন, গত বছরের তুলনায় এবার দাম একটু বেশি। তবুও নিজের পছন্দের দু’টি দেশি পাঁঠা কিনেছি।

স্থানীয় পৌর কাউন্সিলর জসিম উদ্দিন চৌধুরী বলেন, হাসিলবিহীন এই বাজারটি ক্রেতা বিক্রেতাদের পছন্দের বাজার। এখানে প্রচুর পাঁঠা ছাগল বিক্রি হয়েছে। ক্রেতা-বিক্রেতারা বেচাকেনা করেছে নিরাপত্তার সাথে। এছাড়াও রাউজান ফকিরহাট বাজার, রমজান আলী হাট, গৌরিশংকর হাট, লাম্বুর হাট এলাকায় পাঁঠা ছাগলের বাজার জমজমাট হয়ে উঠেছে।

বিএনএনিউজ/শফিউল আলম,বিএম/ হাসনাহেনা

Loading


শিরোনাম বিএনএ