29 C
আবহাওয়া
৬:২১ অপরাহ্ণ - নভেম্বর ১৯, ২০২৪
Bnanews24.com
Home » আগ্রাবাদের মোস্তফা গ্রুপ ভবন দখলে নিল কমার্স ব্যাংক

আগ্রাবাদের মোস্তফা গ্রুপ ভবন দখলে নিল কমার্স ব্যাংক


বিএনএ, চট্টগ্রাম :ঋণ খেলাপির দায়ে আগ্রাবাদের মোস্তফা গ্রুপ ভবন দখলে নিল কমার্স ব্যাংক বাংলাদেশ লিমিটেডের আগ্রাবাদ শাখা।রোববার(১৩আগস্ট) ভবনে আদালতের নির্দেশ সম্বলিত বিজ্ঞপ্তি ঝুলিয়ে দিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ।

বিজ্ঞপ্তিতে জানা যায়, ঋণ খেলাপির দায়ে কমার্স ব্যাংক আগ্রাবাদ শাখা  মোস্তফা গ্রুপের বিরুদ্ধে অর্থঋণ আদালতে মামলা দায়ের  করে।( মামলা নং-০৪-২০১৯)। উক্ত মামলায়  গত ৫ এপ্রিল মোস্তফা গ্রুপের সম্পত্তি ক্রোকের আদেশ দেয়  আদালত  ।

উল্লেখ, এক সময়ের শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান মোস্তফা গ্রুপ এখন ঋণের ভারে নুঁইয়ে পড়েছে। সম্প্রতি ঋণসংক্রান্ত এক মামলায় গ্রুপটির চেয়ারম্যান ও পরিচালকদের ৬৮.৪৭ শতক আবাসিক ভূমি এবং সেখানে অবস্থিত বিলাসবহুল স্থাপনা বাজেয়াপ্তের আদেশ দিয়েছে অর্থঋণ আদালত। চট্টগ্রামের পাঁচলাইশ থানার মুরাদপুর মৌজায় তাদের এসব সম্পত্তি অবস্থিত বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

সূত্র জানায়, সাউথইস্ট ব্যাংক লিমিটেডের খাতুনগঞ্জ শাখার গ্রাহক ছিল মোস্তফা গ্রুপ। ২০২২ সালের ২১ মার্চ পর্যন্ত ব্যাংকটিতে তাদের ঋণের পরিমাণ ছিল ১৪৯ কোটি ৯৩ লাখ টাকা। যার পুরোটাই খেলাপি।  তাই ঋণ আদায়ে চট্টগ্রাম অর্থঋণ আদালতে মামলা করে সাউথইস্ট ব্যাংক।

সংশ্লিষ্টরা বলছেন, কয়েক দশক ধরে ভোগ্যপণ্যের ব্যবসায় নেতৃত্ব দেওয়া শিল্পগ্রুপটি সম্প্রতি ঋণে জর্জরিত হয়ে ডুবতে বসেছে। বন্ধ হয়ে গেছে গ্রুপটির বিভিন্ন ব্যবসার খাত। এমনকি ভোগ্যপণ্যের ব্যবসাও হাতছাড়া হয়েছে। ঋণের বোঁঝায় টিকে থাকা অন্য খাতগুলোও এখন ধুঁকছে।

দীর্ঘদিনের ব্যবসায়িক সুনাম থাকায় ব্যাংকগুলোও শিল্পগ্রুপটির চাহিদা মতো ঋণ প্রদান করে। সেই ঋণের বোঝায় মোস্তফা রহমানের কষ্টে গড়া শিল্পগ্রুপটি আজ দেউলিয়ার পথে। খেলাপি ঋণের জন্য পরিচালকদের বিরুদ্ধে শতাধিক মামলা করেছে ব্যাংকগুলো।

গ্রুপটির খেলাপি হওয়া ঋণগুলোর বেশির ভাগই নেওয়া হয়েছে ২০০৭ থেকে ২০১২ সালের মধ্যে। বর্তমানে মোস্তফা গ্রুপের কাছে ব্যাংকসহ ৩১টিরও বেশি আর্থিক প্রতিষ্ঠানের পাওনা দুই হাজার কোটি টাকার অধিক।

মোস্তফা গ্রুপের কাছে ন্যাশনাল ব্যাংকের আগ্রাবাদ শাখার পাওনা ৩০০ কোটি টাকা। সোশ্যাল ইসলামী ব্যাংক খাতুনগঞ্জ শাখার ১৩৫ কোটি, মার্কেন্টাইল ব্যাংক খাতুনগঞ্জ শাখার সাড়ে ৫৬ কোটি, বাংলাদেশ কমার্স ব্যাংক আগ্রাবাদ শাখার সাড়ে ৩৫ কোটি, উত্তরা ব্যাংক খাতুনগঞ্জ শাখার সাড়ে ৩৩ কোটি, এনসিসি ব্যাংক আন্দরকিল্লা শাখার সাড়ে ৩১ কোটি, স্ট্যান্ডার্ড ব্যাংক খাতুনগঞ্জ শাখার ২১ কোটি, স্টেট ব্যাংক অব ইন্ডিয়ার সাড়ে ১৮ কোটি, আইএফআইসি ব্যাংকের সাড়ে ১৭ কোটি, ইউসিবিএল জুবিলী রোড শাখার ১৬ কোটি এবং ব্যাংক আল ফালাহ আগ্রাবাদ শাখার সাড়ে ছয় কোটি টাকার ঋণ খেলাপি হয়ে পড়েছে।

এছাড়া প্রাইম ব্যাংকের ৮০ কোটি, পূবালী ব্যাংক আগ্রাবাদ শাখার ৬৫ কোটি, মিউচুয়াল ট্রাস্ট আগ্রাবাদ শাখার ৪০ কোটি, এক্সিম ব্যাংক খাতুনগঞ্জ শাখার ৪০ কোটি, রূপালী ব্যাংক লালদীঘি শাখার ২৮ কোটি, মাইডাস ফিন্যান্স লিমিটেডের ২২ কোটি টাকাসহ ইসলামী ব্যাংক খাতুনগঞ্জ শাখা, ইস্টার্ন ব্যাংক, প্রাইম ব্যাংক, সিটি ব্যাংকের বড় অঙ্কের অর্থ পাওনা রয়েছে।

বিএনএ/ ওজি/ হাসনাহেনা

Loading


শিরোনাম বিএনএ