16 C
আবহাওয়া
১২:০৪ অপরাহ্ণ - জানুয়ারি ৮, ২০২৫
Bnanews24.com
Home » চট্টগ্রামে ১৬ মামলার আসামি গ্রেপ্তার

চট্টগ্রামে ১৬ মামলার আসামি গ্রেপ্তার

চট্টগ্রামে ১৬ মামলার আসামি গ্রেপ্তার

বিএনএ,চট্টগ্রাম : চট্টগ্রামে হত্যা, অস্ত্র, ডাকাতি, চুরি, মাদকসহ ১৬ মামলার পলাতক আসামি মো. আমীর হোসেন জীবনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। বৃহস্পতিবার ( ১১ আগস্ট ) নগরীর চান্দগাঁও থানাধীন সাবানঘাটা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

সিডিএমএস পর্যালোচনায় দেখা যায়, তার বিরুদ্ধে হালিশহর, পাহাড়তলী এবং ডবলমুরিং থানায় হত্যা, অস্ত্র, ডাকাতি, চুরি, মাদকসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের ১৬টি মামলা রয়েছে।

র‌্যাব জানিয়েছে, বিশেষ সংবাদের ভিত্তিতে গত ১১ আগস্ট চান্দগাঁও থানাধীন সাবানঘাটা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। নগরীর হালিশহর, ডবলমুরিং, পাহাড়তলী এবং আশের পাশের এলাকায় হত্যা, অস্ত্র, ডাকাতি, চুরি, মাদকসহ বিভিন্ন অপকর্মের মূল হোতা ছিল এবং অস্ত্রের ভয় দেখিয়ে এলাকায় ত্রাস সৃষ্টি করে বলে স্বীকার করেছে।

র‌্যাব-৭,চট্টগ্রামের সহকারী পরিচালক মো. নুরুল আবছার বলেন, সে এক এলাকায় অপরাধ করে গ্রেপ্তার এড়াতে আরেক এলাকায় গিয়ে আত্মগোপণ করে। এ সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

বিএনএনিউজ২৪.কম/এনএএম

Loading


শিরোনাম বিএনএ