20 C
আবহাওয়া
৭:৪১ পূর্বাহ্ণ - নভেম্বর ২৪, ২০২৪
Bnanews24.com
Home » দেশে কোন ধরনের নিরাপত্তা হুমকি নেই : র‌্যাব

দেশে কোন ধরনের নিরাপত্তা হুমকি নেই : র‌্যাব

দেশে কোন ধরনের নিরাপত্তা হুমকি নেই : র‌্যাব

বিএনএ, ঢাকা : শোকের মাস আগস্টকে ঘিরে দেশে কোন ধরনের নিরাপত্তার হুমকি নেই বলে জানিয়েছেন র্যা পিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যা বের) মহাপরিচালক (ডিজি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন। শুক্রবার (১৩ আগস্ট) দুপুরে রাজধানীর উত্তরা পশ্চিম থানার ১০ নম্বর সেক্টরস্থ রানাভোলা জামিয়া ইসলামিয়া এতিমখানা ও মাদ্রাসা প্রাঙ্গণে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দুঃস্থ ও এতিম শিশুদের মাঝে খাদ্য বিতরণ অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

র্যা ব ডিজি বলেন, আইন-শৃঙ্খলা রক্ষা ও অপতৎপরতা রোধকল্পে যে কোনো ধরনের পরিস্থিতি মোকাবিলায় সতর্কতা অবলম্বন করেই প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে র্যা ব।

চৌধুরী আবদুল্লাহ আল মামুন বলেন, ‘আগস্ট মাস শোকের মাস। এই আগস্ট মাসেই জঙ্গিরা অনেক অঘটন ঘটিয়েছিল। তবে, এখন পর্যন্ত আমরা আত্মতুষ্টিতে ভুগছি না। শোকের মাস আগস্টকে কেন্দ্র করে এখন পর্যন্ত নেতিবাচক কোনো তথ্য নেই বলে মন্তব্য করেন র্যা ব ডিজি’।

আগস্ট মাসে র্যা বের গোয়েন্দা ইউনিট আগের চেয়ে জোরদার ও তৎপর বাড়ানো হয়েছে উল্লেখ করে আবদুল্লাহ আল মামুন বলেন, প্রতিবারের মতো আগস্ট মাসকে কেন্দ্র করে দেশে সকল গোয়েন্দা সংস্থা ও আইন-শৃঙ্খলা বাহিনীর সব ইউনিট মিলে একসঙ্গে কাজ করছে। আগস্ট মাসের সমস্ত কর্মসূচী যাতে নির্বিঘ্নে অনুষ্ঠিত হয় সেই লক্ষে কাজ করা হচ্ছে।’

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ