বিএনএ, চট্টগ্রাম : গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, আগামী নির্বাচন পর্যন্ত নিয়মিত যৌথ বাহিনীর অভিযান পরিচালনা করতে হবে। সুস্পষ্ট তথ্য প্রমাণের ভিত্তিতে যৌথ বাহিনী যদি অভিযান পরিচালনা করে আমার ধারণা এ পরিস্থিতির উন্নতি হতে পারে। দেশের শিল্প এলাকাগুলোতে একদল দুর্বৃত্ত আধিপত্য, চাঁদাবাজি, মাস্তানী ও টেন্ডারবাজি করছে। এগুলো নিরসনের জন্য নিয়মিত যৌথ বাহিনীর অভিযান পরিচালনা করলে দেশ অনেকটা অস্থিতিশীল পরিস্থিতি থেকে রেহাই পাবে।
রোববার ( ১৩ জুলাই ) দুপুর সাড়ে ১১ টায় চট্টগ্রাম প্রেস ক্লাব এর ভিআইপি লাউঞ্জে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, পিআর পদ্ধতিতে নির্বাচন হলে কে এমপি হবে সেটা আগে জানার সুযোগ নেই। যার ফলে বাংলাদেশের পেশিশক্তি, কালো টাকার প্রভাব রাজনীতিতে আর থাকবে না। কেন্দ্র দখল করতে যে ভায়োলেন্স হয় সেটাও থাকবে না। গণ অধিকার পরিষদ একটি অর্গানিক দল। গণ আন্দোলনের মধ্যে এ দলটি গঠন করা হয়েছে।
চট্টগ্রাম প্রেসক্লাবের সদস্য সচিব মো: জাহিদুল করিম কচির সভাপতিত্বে ও বৈশাখী টিভির ব্যুরোচীফ গোলামা মওলা মুরাদের পরিচালনায় বক্তব্য রাখেন সিএমইউজের সাবেক সভাপতি সামশুল হক হায়দারী, দৈনিক কালের কণ্ঠের বিশেষ প্রতিনিধি মুস্তফা নঈম, সিএমইউজের সাধারণ সম্পাদক সালেহ নোমান, গণঅধিকার নেত্রী নাসরীন। উপস্থিত ছিলেন নিউজগার্ডেন সম্পাদক কামরুল হুদা, একুশে টিভির ব্যুরোচীফ হাসান ফেরদৌস, দিদারুল হক, মোহম্মদ হোসেন, এ কে আজাদ, তানভীর সহ সাংবাদিক ও গণঅধিকার নেতৃবৃন্দ।
বিএনএ/ ওজি