বিএনএ, ক্রীড়া ডেস্ক : প্রথমবারের মতো অনূর্ধ্ব-১৮ নারী হকির এশিয়া কাপে অংশ নিয়েই পদক জিতেছে বাংলাদেশ নারী হকি দল। বাংলাদেশ নারী হকি দল কাজাখাস্তানকে হারিয়ে ব্রোঞ্জ পদক অর্জন করেছে ।
রোববার (১৩ জুলাই) চীনের দাজহুতে আইরিন আক্তারের হ্যাটট্রিকে কাজাখাস্তানকে ৬-২ গোলে হারিয়ে এই পদক অর্জন করেছে বাংলাদেশের মেয়েরা। হ্যাটট্রিক করে ম্যাচসেরার পুরস্কার জিতেছেন আইরিন আক্তার।
ব্রোঞ্জ পদক জিতলেও মেয়েদের শুরুটা মোটেও ভালো ছিল না। গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে জাপানের কাছে ১১-০ ব্যবধানে বিধ্বস্ত হয়ে আসর শুরু করে বাংলাদেশ নারী হকি দল।
দ্বিতীয় ম্যাচে অবশ্য ঘুরে দাঁড়ায় উজবেকিস্তানকে ৩-০ ব্যবধানে হারিয়ে। একই ব্যবধানে হংকংকে হারিয়ে শেষ চারে নিজেদের জায়গা নিশ্চিত করে। সেমিতে চীনের কাছে ৯-০ ব্যবধান পরাজিত হয় বাংলাদেশের মেয়েরা। এরপর কাজাখস্তানের সঙ্গে ২-২ ড্র করে বাংলাদেশ। যে কারণে তৃতীয় হওয়ার লড়াইয়ে নামতে হয়েছে তাদের।
যেই কাজাখস্তানের বিপক্ষে ম্যাচ ২-২ গোলে ড্র হয়েছিল, আজ (১৩ জুলাই) তাদের ৬ গোল দিয়ে ব্রোঞ্জ পদক জিতল মেয়েরা।
বিএনএ/ ওজি