24 C
আবহাওয়া
১০:২৭ অপরাহ্ণ - নভেম্বর ২১, ২০২৪
Bnanews24.com
Home » নাইজেরিয়ায় বিদ্যালয়ের ভবন ধসে নিহত ২১

নাইজেরিয়ায় বিদ্যালয়ের ভবন ধসে নিহত ২১

school scolaps

বিশ্ব ডেস্ক: নাইজেরিয়ায় প্লাটু রাজ্যে একটি বিদ্যালয়ের ভবন ধসে অন্তত ২১ শিক্ষার্থী নিহত হয়েছে, আহত হয়েছে আরো অনেকে। আটকা পড়েছে আরো প্রায় ১২০ জন।

শুক্রবার (১২ জুলাই) সকালে ক্লাস চলাকালে উত্তর-মধ্য নাইজেরিয়ার ওই রাজ্যে দুই তলাবিশিষ্ট বিদ্যালয় ভবনটি ধসে পড়ে। এটি রাজ্যের জোস নর্থ জেলার সেন্টস একাডেমি কলেজের একটি ভবন।

বিদ্যালয় কর্তৃপক্ষ এখনো হতাহতের সংখ্যা নিশ্চিত করেনি। তবে স্থানীয় একটি টেলিভিশন নিহতের সংখ্যা ১২ জন বলে জানিয়েছে। অন্যদিকে বার্তা সংস্থা এএফপিকে স্থানীয় রেডক্রসের এক মুখপাত্র ভবনধসের ঘটনায় অন্তত ২১ শিক্ষার্থী নিহত হয়েছে বলে জানিয়েছেন।

ঘটনাস্থলের ছড়িয়ে পড়া ছবিতে দেখা যায়, ভারী যন্ত্রপাতি নিয়ে উদ্ধারকর্মীরা উদ্ধারকাজ চালাচ্ছেন। ধসে পড়া ভবনটিকে ঘিরে স্থানীয় বাসিন্দারা ভিড় জমিয়েছেন।

প্লাটু রাজ্যের তথ্য কমিশনার মুসা অশোমস এক বিবৃতিতে জানান, বিদ্যালয়ের ভবন ধসে অন্তত ১২০ জন আটকা পড়েছে। আটকা পড়াদের অনেককে ইতিমধ্যে উদ্ধার করা হয়েছে।

বিবৃতিতে বিদ্যালয়ের ভবনধসের জন্য ‘দুর্বল অবকাঠামো ও নদীর তীরে অবস্থানকে’ দায়ী করা হয়েছে।

বিএনএনিউজ২৪/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ