বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রামের বাঁশখালীতে রাস্তা পারাপারের সময় দ্রুতগামী সিএনজিচালিত অটোরিক্সার ধাক্কায় আবদুল মজিদ (৫৯) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। বৃহস্পতিবার (১৩ জুলাই) ভোর ৫টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত আবদুল মজিদ উপজেলার চাম্বল ইউনিয়নের মৃত নওশা মিয়ার ছেলে। তার এক ছেলে ও দুই মেয়ে রয়েছে বলে জানা যায়।
চাম্বল ইউনিয়ন পরিষদের (ইউপি) প্যানেল চেয়ারম্যান মো. শহীদুল্লাহ বিষয়টি নিশ্চিত করেন বলেন, গতকাল বুধবার রাত ৮টায় উপজেলার পিএবি সড়কের চাম্বল বড় মাদ্রাসার সামনে মসজিদে নামাজ পড়েছিলেন আবদুল মজিদ। নামাজ শেষে বাড়ি ফেরার পথে রাস্তা পার হতে গিয়ে দ্রুতগামী সিএনজিচালিত অটোরিক্সার ধাক্কায় তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে চিকিৎসা দেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার ভোর ৫টায় মারা যায়।
বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল উদ্দিন বলেন, নিহত আবদুল মজিদের পরিবারের পক্ষ থেকে ময়নাতদন্ত ছাড়া মরদেহ দাফনের অনুমতির আবেদন করেছেন। বিষয়টি বিবেচনা করে দাফনের জন্য প্রশাসনিক অনুমতি দেয়া হয়েছে।
বিএনএনিউজ/বিএম