বিএনএ, স্পোর্টস ডেস্ক : আজ বৃহস্পতিবার (১৩ জুলাই) নেপালের বিপক্ষে খেলবে বাংলাদেশ নারী দল। দুই ম্যাচ সিরিজের প্রথমটি এদিন বিকেল পাঁচটায় রাজধানীর কমলাপুর স্টেডিয়ামে খেলাটি অনুষ্ঠিত হবে। এর মধ্য দিয়ে দশ মাস পর আন্তর্জাতিক ফুটবলে ফিরছে বাংলাদেশ নারী দল।
তবে এবার দলের সঙ্গে নেই সাফজয়ের রূপকার হেড কোচ গোলাম রাব্বানী ছোটন।
৩৪ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাফুফে। যেখানে অভিজ্ঞ সাবিনা-মারিয়া মান্ডা-সানজিদার সঙ্গে আছেন নতুন ছয় জন। জ্বর ও পায়ে ব্যথার কারণে কৃষ্ণা ও মাসুরাকে পাওয়া নিয়ে রয়েছে শঙ্কা। সাফজয়ী দলের পাঁচ ফুটবলার নেই এই দলে।
র্যাঙ্কিং আর শক্তিমত্তা খানিক ভাবনার বিষয় হলেও সাফের সেই ফল ধরে রাখার প্রত্যয় সাবিনাদের।
নেপালও ছাড় দিতে নারাজ। সাফের সেই প্রতিশোধটাই এবার নিতে মুখিয়ে আছে হিমালয় কন্যারা।
বিএনএনিউজ/এইচ.এম।