বিএনএ, ঢাকা : গত চব্বিশ ঘন্টায় ঢাকাসহ দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৫১ জন নতুন রোগী ভর্তি হয়েছে। বুধবার (১৩ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘন্টায় রাজধানী ঢাকায় ৩৯ জন ভর্তি হয়েছে আর ঢাকার বাইরে হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত কোন রোগী ভর্তি ১২ জন।বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট ১৬৯ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছে।
ঢাকার ৪৭টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ১২৬ জন এবং অন্যান্য বিভাগে ৪৩ জন রোগী ভর্তি রয়েছে।
এ পর্যন্ত মোট ডেঙ্গু রোগী ভর্তি ১ হাজার ৫২৮ জন এবং ছাড়প্রাপ্ত রোগী ১ হাজার ৩৫৮ জন ।
বিএনএনিউজ/এইচ.এম।
Total Viewed and Shared : 139