19 C
আবহাওয়া
৩:৩০ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২৬, ২০২৪
Bnanews24.com
Home » দেশের মানুষের কাছে যাওয়া উচিত বিএনপির-ড. হাছান মাহমুদ

দেশের মানুষের কাছে যাওয়া উচিত বিএনপির-ড. হাছান মাহমুদ

বিএনপি'র অভিনন্দন না জানানো ষড়যন্ত্রে জড়িত থাকার প্রমাণ: তথ্যমন্ত্রী

বিদেশি নয় দেশের মানুষের কাছে যেতে বিএনপিকে পরামর্শ দিয়েছেন তথ্যও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। বুধবার (১৩ জুলাই) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে বিএনপি নেতাদের উদ্দেশ্য তিনি এ পরামর্শ দেন।

মন্ত্রী বলেন, বিদেশিদের কাছে বিএনপির দৌড়ঝাঁপ দেশকে ছোট করার শামিল। তারা নাক গলাতে না চাইলেও বিএনপিই তাদের কাছে যায়। তাদের কাছে না গিয়ে বরং দেশের মানুষের কাছে যাওয়া উচিত বিএনপির।

তথ্যমন্ত্রী এ বিষয়ে কঠোর সমালোচনা করে বলেন, বিদেশিদের কাছে অভ্যন্তরীণ বিষয় জানিয়ে বিএনপি দেশকে ছোট করেছে।  ‘এ দেশে কোনো বিদেশি রাষ্ট্রদূত কিংবা কোনো আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধি কাউকে ভোট দিয়ে ক্ষমতায় বসানোর অধিকার রাখে না। আর আমাদের অভ্যন্তরীণ বিষয়ে তাদের নাক গলানোও সমীচীন নয়।

বিএনএনিউজ২৪,জিএন

Loading


শিরোনাম বিএনএ