বিএনএ,বিশ্ব ডেস্ক : ভারতের গুজরাতে হার্ট অ্যাটাকে আক্রান্ত এক ব্যক্তির শরীরে ইএমএম নেগেটিভ রক্তের খোঁজ মিলেছে। ৬৫ বছরের ওই বৃদ্ধ গুজরাতের এক হাসপাতালে চিকিৎসাধীন। সেখানেই জানা গেল তার শরীরে ইএমএম নেগেটিভ রক্ত রয়েছে। গোটা বিশ্বে মাত্র ৯ জনের শরীরে রয়েছে এই গ্রুপের রক্ত! দশম ব্যক্তির খোঁজ মিলল গুজরাতে।
চিকিৎসকরা জানান, এই বৃদ্ধ হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। চিকিৎসার জন্য তার রক্তের প্রয়োজন হয়। তখন তার রক্তের সঙ্গে কোনও ব্লাড গ্রুপেরই মিল পাওয়া যায়নি। তখন ওই ব্যক্তির রক্তের নমুনা পাঠানো হয় আমেরিকায়। তখনই জানা যায়, ওই ব্যক্তির শরীরে বিরল ব্লাডগ্রুপের রক্ত রয়েছে। ইএমএম অ্যান্টিজেনের ঘাটতির কারণে ইন্টারন্যাশনাল সোসাইটি অফ ব্লাড ট্রান্সফিউশন এই বিশেষ ব্লাড গ্রুপের নাম দিয়েছে ইএমএম নেগেটিভ।
সাধারণত রক্তের কোষে ৩৭৫ ধরনের অ্যান্টিজেন থাকে। যাদের মধ্যে ইএমএম উচ্চ মাত্রায় থাকে। এই অ্যান্টিজেনগুলির কম্বিনেশনই নির্ধারণ করে কোনও রক্তের গ্রুপ ঠিক কী হবে। এই অ্যান্টিজেনের ভিত্তিতে মানুষের রক্ত সাধারণত চার ভাগে ভাগ করা হয়। সেগুলি হল, ‘এ’, ‘বি’, ‘এবি’ আর ‘ও’। প্রত্যেকটি রক্তের গ্রুপ আবার দু’ভাগে বিভক্ত, ‘পজেটিভ’ এবং ‘নেগেটিভ’। তবে পৃথিবীতে এমন ৯ জন মানুষ আছেন যাঁদের রক্তে ইএমএম উচ্চ-ফ্রিকোয়েন্সি অ্যান্টিজেন নেই, যা তাদের স্বাভাবিক মানুষের চেয়ে আলাদা করে তোলে।
বিএনএনিউজ২৪.কম/এনএএম