বিএনএ,স্পোর্টস ডেস্ক : প্রথম ম্যাচে ব্রাজিলের কাছে বড় পরাজয়ের পর পেরুকে হারিয়ে ঘুরে দাঁড়িয়েছে আর্জেন্টিনা। ব্রাজিলের কাছে ৪-০ গোলের বড় হারে টুর্নামেন্ট শুরু করলেও দোর্দণ্ড প্রতাপে ঘুরে দাঁড়িয়েছে আর্জেন্টিনা। সেই ৪-০ গোলের ব্যবধানে বুধবার ( ১৩ জুলােই ) তারা হারিয়েছে পেরুকে।
এস্তাদিও সেন্তেনারিওতে শুরু থেকেই পেরুকে চেপে ধরে আর্জেন্টিনা। মাত্র ১৮ মিনিটেই ইয়ামিলা রদ্রিগেজের গোলে এগিয়ে যায় তারা। প্রথমার্ধের বাকি সময়ে আর কোনো গোল না পেলেও আক্রমণ চালিয়ে যায় তারা।
দ্বিতীয়ার্ধে ৫২, ৬২ এবং ৮৪ মিনিটে যথাক্রমে ফ্লোরেন্সিয়া বোনসেগুন্দো, এলিয়ানা স্তাবিল এবং এরিকা লনিগ্রোর গোলে বড় জয় নিশ্চিত হয় আলবিসেলেস্তেদের। গ্রুপ পর্বের তলানিতে থেকে এই ম্যাচে মাঠে নামলেও বড় জয়ে এখন গ্রুপের তৃতীয় স্থানের উঠে এসেছে আর্জেন্টিনা।
এ জয়ের ফলে ‘বি’ গ্রুপে পয়েন্ট টেবিলের তলানি থেকে তিনে উঠে এসেছে পোর্তানোভার শিষ্যরা। দুই ম্যাচে এক জয়ে তাদের পয়েন্ট সংখ্যা ৩। অন্যদিকে আসর শুরুর প্রথম দুই ম্যাচেই জয় তুলে নিয়ে গ্রুপের শীর্ষস্থান দখলে রেখেছে ব্রাজিল। তাদের পয়েন্ট সংখ্যা ৬।
১৫ জুলাই উরুগুয়ের বিপক্ষে পরবর্তী ম্যাচে মাঠে নামবে আর্জেন্টিনা।
বিএনএনিউজ২৪.কম/এনএএম