24 C
আবহাওয়া
৩:০০ অপরাহ্ণ - ডিসেম্বর ২৫, ২০২৪
Bnanews24.com
Home » চাঁপাইনবাবগঞ্জে ছাগলের ঘাস খাওয়া নিয়ে মারামারি

চাঁপাইনবাবগঞ্জে ছাগলের ঘাস খাওয়া নিয়ে মারামারি


বিএনএ, ডেস্ক: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ছাগলের ঘাস খাওয়াকে কেন্দ্র করে মারামারির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ছাগলের মালিক মো. রবিউল আলম রবু (৫৫) নামে একজনের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১২ জুলাই) সন্ধ্যায় মনাকষা ইউনিযনের ৪ নং ওয়ার্ডের রানীনগর হঠাৎপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রবিউল ওই গ্রামের মৃত নওশাদ আলীর ছেলে।

স্থানীয়রা জানান, ঘাস খাওয়াকে কেন্দ্র করে রবিউল আলমের একটি ছাগল প্রতিবেশী কালু মিয়া বেঁধে রাখে। এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে উভয়ের মধ্যে মারামারি বাঁধে। এতে রবিউল আলম গুরুতর আহত হলে তাকে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) চৌধুরী জোবায়ের আহম্মেদ জানান, ছাগলের ঘাস খাওয়ার মতো তুচ্ছ ঘটনার জেরে হত্যাকাণ্ডটি ঘটে। এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

বিএনএ/এমএফ

Loading


শিরোনাম বিএনএ