21 C
আবহাওয়া
১২:০৩ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২৬, ২০২৪
Bnanews24.com
Home » চট্টগ্রামে বিষপানে গৃহবধূর আত্মহত্যা

চট্টগ্রামে বিষপানে গৃহবধূর আত্মহত্যা

আত্মহত্যা

বিএনএ,চট্টগ্রাম: চট্টগ্রাম নগরের পতেঙ্গা থানার কাঠগড় বাজার এলাকায় লিপি আক্তার(২৬) নামে এক গৃহবধূর বিষপানে মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৩ জুলাই) সন্ধ্যা ৭ টার দিকে ওই এলাকার নিজ বাসায় তিনি বিষ খেয়ে আত্মহত্যা করেন।

বিষয়টি নিশ্চিত করেন চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির সহকারী উপ পরিদর্শক শীলব্রত বড়ুয়া। মৃত লিপি আক্তার পতেঙ্গা থানার কাঠঘর এলাকার মো. আমজাদ উদ্দিনের স্ত্রী।

গৃহবধূর স্বামী মো. আমজাদ জানান, লিপি বিষ খেয়ে আত্মহত্যা করতে চাইলে তাকে হাসপাতালে আনা হয়। হাসপাতালের ডাক্তার তাকে মৃত বলে জানান। তবে কি কারণে বিষ পান করেছেন এ বিষয়ে এখনই কিছু বলতে চাননি তিনি।

চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির এএসআই শীলব্রত বড়ুয়া বলেন, পতেঙ্গা থেকে এক গৃহবধূকে হাসপাতালে আনলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। প্রাথমিকভাবে বলা হয়,  তিনি অজ্ঞাত কারণে বিষ খেয়ে আত্মহত্যা করেছেন।  মরদেহ মর্গে নেওয়া হয়েছে।

বিএনএনিউজ/মনির

Loading


শিরোনাম বিএনএ