25 C
আবহাওয়া
২:২০ অপরাহ্ণ - ডিসেম্বর ১৮, ২০২৪
Bnanews24.com
Home » চট্টগ্রামে ১ কোটি টাকার ক্রিস্টাল মেথসহ গ্রেপ্তার ৩

চট্টগ্রামে ১ কোটি টাকার ক্রিস্টাল মেথসহ গ্রেপ্তার ৩

চট্টগ্রামে ১ কোটি টাকার ক্রিস্টাল মেথসহ গ্রেপ্তার ৩

বিএনএ,চট্টগ্রাম: চট্টগ্রামে ৯৭৫ গ্রাম ক্রিস্টাল মেথসহ (আইস) ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব। উদ্ধার ক্রিস্টাল মেথের আনুমানিক মূল্য এক কোটি টাকা।

মঙ্গলবার (১৩ জুলাই) সকাল ১১টায় এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‌্যাব-৭ এর পরিচালক মশিউর রহমান জুয়েল। এরআগে সোমবার (১২ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে নগরীর কোতোয়ালী থানার পাথরঘাটা নতুন ফিসারীঘাট এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটক তিন মাদক ব্যবসায়ী হলো— চট্টগ্রামের পটিয়া থানার পূর্ব বাতুয়া এলাকার মো. মুছার ছেলে শহিদুল ইসলাম টিপু (২৮), একই থানার বাতুয়া এলাকার মৃত কাজী মাহমুদুল হকের ছেলে কাজী আমিনুর রশিদ (৪৮) ও রাউজান থানার গুজরা এলাকার মৃত হাজী নূর আলমের ছেলে মো. সাইমন তারেক (৪৯)।

র‌্যাব-৭ এর পরিচালক মশিউর রহমান জুয়েল বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে নগরের নতুন ফিশারিঘাট এলাকা থেকে কোটি টাকা মূল্যের ৯৭৫ গ্রাম ক্রিস্টাল মেথসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ মাদক আমদানির মূলহোতা পটিয়ার মধ্যম বাতুয়া এলাকার বাসিন্দা রুবেল দেশ ছেড়ে সৌদি আরবে পালিয়েছে।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়েছে। উদ্ধার এসব মাদকের মূল্য ১ কোটি টাকা বলে জানান তিনি।

বিএনএনিউজ/মনির

Loading


শিরোনাম বিএনএ