25 C
আবহাওয়া
২:৩৩ অপরাহ্ণ - ডিসেম্বর ১৮, ২০২৪
Bnanews24.com
Home » চট্টগ্রামে করোনায় আরও মৃত্যু ১০, নতুন আক্রান্ত ৯৫৫

চট্টগ্রামে করোনায় আরও মৃত্যু ১০, নতুন আক্রান্ত ৯৫৫

কোভিড-১৯

বিএনএ,চট্টগ্রাম:  বিগত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে কোভিড-১৯ রোগে ‌১০ জনের মৃত্যু ঘটেছে। একই সময়ে মহানগর ও জেলায় কোভিড পজিটিভ নতুন রোগি শনাক্ত হয়েছে ৯৫৫ জন।

মঙ্গলবার(১৩জুলাই) সিভিল সার্জন কার্যালয় চট্টগ্রামের এক প্রতিবেদনে উপরোক্ত তথ্য জানানো হয়। যারা মারা গেছেন তাদের মধ্যে রয়েছেন মহানগরীতে ৪ জন আর বিভিন্ন উপজেলায় ৬জন। এ নিয়ে করোনাভাইরাস সংক্রমণে সৃষ্ঠরোগ কোভিড-১৯ এ চট্টগ্রামে(শহর৫০৪জন+ উপজেলায় ২৮৬জন) মোট মারা গেলেন ৭৯০জন।

বিগত ২৪ ঘণ্টায় মহানগর ও জেলায় ২হাজার ৬৪৯জনের নমুনা পরীক্ষায় কোভিড পজিটিভ নতুন রোগি শনাক্ত হওয়া  ৯৫৫ জনসহ বৃহত্তর চট্টগ্রামে মোট কোভিড-১৯ রোগির সংখ্যা বেড়ে দাঁড়ালো ৬৬হাজার ৭৮৪জন।নতুন রোগি শনাক্ত হওয়া ৯৫৫ জনের মধ্যে ৬৩৬ জন চট্টগ্রাম শহরে এবং ৩১৯ জন হলেন ১৪ উপজেলার।

বিএনএ বাংলানিউজ,এসজিএন

Loading


শিরোনাম বিএনএ