16 C
আবহাওয়া
১০:৫৯ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২২, ২০২৪
Bnanews24.com
Home » টসে হেরে ব্যাটিংয়ে নেমে চ্যালেঞ্জিং পুঁজি বাংলাদেশের

টসে হেরে ব্যাটিংয়ে নেমে চ্যালেঞ্জিং পুঁজি বাংলাদেশের


বিএনএ, ক্রীড়া ডেস্ক : টসে হেরে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশ ২ উইকেট হারায় ২৩ রানের মধ্যে। তবে তানজিদ ও সাকিবের ৪৮ রানের জুটিতে ভালোভাবেই সে চাপ বাংলাদেশ সামাল দেয় । ইনিংসে বাংলাদেশের ব্যাটিং ধরে রেখেছিলেন মূলত সাকিবই।

বৃহস্পতিবার (১৩ জুন) সেন্ট ভিনসেন্টের আর্নস ভ্যালে ক্রিকেট স্টেডিয়ামে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৫৯ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। জিততে হলে নেদারল্যান্ডসকে করতে হবে ১৬০ রান।মাহমুদউল্লাহ ও জাকের  এনে দিয়েছে   একটা সংগ্রহ।

১৯তম ওভারে জাকের আলী মেরেছেন ৩ চার। সে ওভারে আসে ১৪ রান। ২০তম ওভারে সাকিব তুলেছেন ১২ রান। ৪৬ বলে ৬৪ রানে অপরাজিত ছিলেন সাকিব, জাকের ৭ বলে করেন ১৪ রান।

শুরুতেই অধিনায়ক নাজমুল হোসেন শান্তর উইকেট হারায় বাংলাদেশ। ৩ বলে ১ করে সাজঘরে ফিরেছেন তিনি। ইনিংসের দ্বিতীয় ওভারেই আইরিশ স্পিনার আরিয়ান দত্তকে রিভার্স সুইপ খেলে ক্যাচ দিয়েছেন বাংলাদেশ অধিনায়ক।

এরপর আরিয়ানের দ্বিতীয় শিকার হন লিটন। সুইপ খেলে স্কয়ার লেগে ব্রাইব্যান্ড এনগেলব্রেখটে দুর্দান্ত ক্যাচ হয়েছেন ডানহাতি এই ব্যাটার। ২ বলে তিনি করেন ১ রান।

বিএনএ/ ওজি/এইচমুন্নী

Loading


শিরোনাম বিএনএ