15 C
আবহাওয়া
১১:১২ পূর্বাহ্ণ - জানুয়ারি ১, ২০২৫
Bnanews24.com
Home » চীন সফরে হন্ডুরাসের প্রেসিডেন্ট

চীন সফরে হন্ডুরাসের প্রেসিডেন্ট

চীন সফরে হন্ডুরাসের প্রেসিডেন্ট

চীন সফরত হন্ডুরাস প্রেসিডেন্ট আইরিস জিওমারা কাস্ত্রো সারমিয়েন্টোর জন্য গত ১২ জুন, ২০২৩ একটি স্বাগত অনুষ্ঠানের আয়োজন করেন। গ্রেট হল অফ দ্য পিপলের পূর্ব প্রবেশপথের বাইরে স্কোয়ারে এ সময় চীনা শিশুরা হন্ডুরাস প্রেসিডেন্টকে স্বাগত জানায়।

পরে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং রাজধানী বেইজিং-এ সোমবার রাষ্ট্রীয় সফরে থাকা কাস্ত্রোর সঙ্গে বৈঠক করেন।

ছবিতে বামে-চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং ডানে-হন্ডুরাস প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট আইরিস জিওমারা কাস্ত্রো( লাল পোশাক) দেখা যাচ্ছে।

ছবি (সিনহুয়া/ওয়াং ইয়ে)

Loading


শিরোনাম বিএনএ