বিএনএ, চট্টগ্রাম : কক্সবাজারের চকরিয়া হতে অপহৃত কিশোরীকে চট্টগ্রামের বায়েজিদ থেকে উদ্ধার করেছে র্যাব। এ ঘটনায় দুইজনকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (১২ জুন) ভিকটমকে উদ্ধারসহ আসামিদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার হওয়া আসামিরা হচ্ছে চকরিয়া থানার পশ্চিম পাড়া এলাকার সাওয়াল করিম এবং বশির আহমেদ ।
র্যাব-৭ জানায়, অপহৃত কিশোরী( ১৬) কক্সবাজারের চকরিয়ায় একটি স্কুলে লেখাপড়া করত। কিশোরীর প্রতিবেশী সাওয়াল করিম তাকে প্রায় সময়ই স্কুলে আসা যাওয়ার পথে প্রেমের প্রস্তাব দিত। বিষয়টি কিশোরী তার পিতাকে জানালে ভিকটিমের পিতা সাওয়ালের বাবা-মা ও তার নিকটাত্মীয়দের বিষয়টি জানান। এতে সাওয়াল ক্ষিপ্ত হয়ে ভিকটিম এর পিতাকে হুমকি দেয় যে, সে যে কোন সময় তার মেয়েকে অপহরণ করে নিয়ে যাবে।
পরবর্তীতে গত ১ জুন বাবা-মার অনুপস্থিতে সাওয়াল করিম কয়েকজনের সহযোগিতায় কিশোরীকে বাড়ি থেকে অপহরণ করে। ভিকটিমের বাব-মা বাড়িতে এসে বিস্তারিত জানার পর আসামী সাওয়াল করিমের বাবা-মার কাছে নালিশ দিলে তারা কোন সঠিক জবাব না দিয়ে হুমকি-ধমকি দিয়ে ভিকটিমের বাবা-মাকে তাড়িয়ে দেন।
এ ঘটনায় ভিকটিমের ভাই বাদী হয়ে কক্সবাজার জেলার চকোরিয়া থানায় একটি মামলা দায়ের করেন ।
এর ধারাবাহিকতায় গত ১২ জুন চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী থানাধীন বাংলাবাজার এলাকা হতে দুইজনকে আটকসহ ভিকটিমকে উদ্ধার করতে সক্ষম হয় র্যাব।
আসামিদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
বিএনএ/ ওজি