22 C
আবহাওয়া
১০:৩০ অপরাহ্ণ - জানুয়ারি ৫, ২০২৫
Bnanews24.com
Home » নুসরাতের বেবি বাম্পের ছবি প্রকাশ

নুসরাতের বেবি বাম্পের ছবি প্রকাশ

নুসরাত

বিনোদন ডেস্ক: নুসরাত জাহানের মা হওয়ার খবর এখন টলিউডে আলোচনার তুঙ্গে। এবার তার বেবি বাম্পের ছবি প্রকাশ করল কলকাতার সংবাদমাধ্যম আনন্দবাজার। নিজের বালিগঞ্জের ফ্ল্যাটে অভিনেত্রী শ্রাবন্তী এবং তনুশ্রীর সঙ্গে আড্ডায় মেতেছেন এই নায়িকা।

মা হওয়ার খবর প্রকাশের পর নুসরাতের স্বামী নিখিল জানিয়েছিলেন সন্তানের বাবা তিনি নন। এরপর থেকে নায়িকাকে নিয়ে বিতর্কের সৃষ্টি। অনেকের প্রশ্ন ছিল, অভিনেত্রী কি সত্যি সন্তানসম্ভবা?

কিন্তু আনন্দবাজার নুসরাতের বেবি বাম্পের ছবি সামনে আনার পর আর কারও এ বিষয়ে কোনও সংশয় থাকবে না। যেখানে দেখা যাচ্ছে, সাদা হাতকাটা লম্বা ঝুলের জামা, কানে মাকড়ি ধাঁচের দুল, ঠোঁটে হালকা লিপস্টিকে হাসিমুখে ক্যামেরার দিকে তাকিয়ে তিনি। সঙ্গে বন্ধু শ্রাবন্তী এবং তনুশ্রী।

উল্লেখ্য, সম্প্রতি পশ্চিমবঙ্গ বিধানসভার সাংসদ ও অভিনেত্রী নুসরাত জাহানের মা হওয়ার খবরটি সামনে আসার পর থেকে একের পর এক উঠে আসছে অবাক করা তথ্য। নিখিল দাবি করেছেন, গত ৭ মাস ধরে তিনি এবং নুসরাত আলাদা থাকেন। তাই সন্তান তার নয়। টলিপাড়ার এই অভিনেত্রীর জীবনে অভিনেতা যশ দাশগুপ্তের ভূমিকা নিয়ে রয়েছে নানা গুঞ্জন। নেটিজেনরা তো ধরেই নিয়েছেন, নুসরাতের অনাগত এ সন্তানের জনক যশই।

বসিরহাটের তৃণমূল সংসদ সদস্য অভিনেত্রী নুসরত জাহান বুধবার দুপুরে একটি বিবৃতি দিয়ে বলেন, ‘নিখিলের সঙ্গে আমি সহবাস করেছি। বিয়ে নয়। ফলে বিবাহবিচ্ছেদের প্রশ্নই ওঠে না।’

রাজনৈতিক মহলের বক্তব্য, কোনও জনপ্রতিনিধি সংসদে অসত্য তথ্য দিলে তার বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের অভিযোগ আনা যায়। সাংসদ হিসেবে শপথ গ্রহণের বৈধতা নিয়েও প্রশ্ন উঠতে পারে।

বিএনএনিউজ২৪/এমএইচ

Loading


শিরোনাম বিএনএ