বিএনএ, যশোর : বেনাপোলের পুটখালী সীমান্তে বিএসএফের গুলিতে আহত হয়েছেন এক বাংলাদেশি। সোমবার সকালে সীমান্তের জিরো পয়েন্টে তাকে বিএসএফ সদস্যরা গুলি করে। পরে তার সঙ্গীরা তাকে উদ্ধার করে দেশের ভেতরে নিয়ে আসে।
আহত আমজাদ আলী (৩২) পুটখালী সীমান্ত সংলগ্ন কৃষ্ণপুর গ্রামের বাসিন্দা।
২১ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লে. কর্নেল খুরশীদ আলম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বিএসএফের গুলিতে একজন আহত হয়েছেন। বিষয়টির খোঁজখবর নেওয়া হচ্ছে। আহতের বাড়িতে লোক পাঠানো হয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’
আহতের ভাই আমের আলী জানায়, পুটখালী সীমান্ত দিয়ে রোববার রাতে আমার ভাই ভারতে যান গরু আনতে। সকালের দিকে গরু নিয়ে ফেরার পথে কালিয়ানী ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাকে গুলি করে। আমজাদ আলীর বাম পায়ে গুলি লাগে। তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিএনএনিউজ.এইচ.এম।