17 C
আবহাওয়া
৪:১৭ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২৩, ২০২৪
Bnanews24.com
Home » অতিরিক্ত মোবাইলের ব্যবহারে পিছিয়ে যাচ্ছে ছেলেরা!

অতিরিক্ত মোবাইলের ব্যবহারে পিছিয়ে যাচ্ছে ছেলেরা!


তথ্য প্রযুক্তি ব্যবহারসহ নানা বিষয়ে মেয়েদের চেয়ে ছেলেরা বেশী স্বাধীন। যখন তখন ঘর থেকে বের হয়ে যাওয়া, আড্ডা, বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণের সুযোগ বেশি থাকে ছেলেদের । বিশেষ করে ছেলেরা মোবাইল ব্যবহারে এগিয়ে রয়েছে। এই ক্ষেত্রে অভিভাবকদের শাসন বারণের তোয়াক্কা করে না। আর তার নেতিবাচক প্রভাব পড়েছে চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায়। এতে ছেলেরা পিছিয়ে পড়েছে। ছেলেদের পেছনে ফেলে এগিয়ে গেছে মেয়েরা।

YouTube player

ফলাফল বিশ্লেষণ করে দেখা গেছে গড় পাসের হার এবং জিপিএ ফাইভ প্রাপ্তির দিক বিবেচনায় ছেলেদের চেয়ে মেয়েরা বেশ এগিয়ে রয়েছে।

রোববার প্রকাশিত ফলে দেখা যায়, ছাত্রীদের পাসের হার ৮৪ দশমিক ৪৭ শতাংশ, ছাত্রদের পাসের হার ৮১ দশমিক ৫৭ শতাংশ।

অন্যদিকে জিপিএ ফাইভ প্রাপ্তিতে অনেক পিছিয়ে রয়েছে ছেলেরা। ফলাফলে দেখা গেছে ১ লাখ ৮২ হাজার ১২৯ জন জিপিএ ফাইভ পেয়েছেন; এর মধ্যে ৯৮ হাজার ৭৭৬ জনই মেয়ে; অন্যদিকে ৮৩ হাজার ৩৫৩ জন ছেলে এ বছর জিপিএ ফাইভ পেয়েছেন।

শিক্ষায় কেন ছেলেরা পিছিয়ে সেটির কারণ খুঁজে বের করতে হবে বলে মনে করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

১২ মে রোববার সকালে এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে তুলে দেন শিক্ষা বোর্ডগুলোর চেয়ারম্যানরা। প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী।

এসময় প্রধানমন্ত্রীও এ বিষয়ে কথা বলেন। শিক্ষায় ছেলেদের তুলনায় মেয়েদের অংশগ্রহণ বেশি, ফলে মেয়েরা এগিয়ে, এটি যেমন সুখবর, একইভাবে কেন ছেলেরা পিছিয়ে সেটির কারণ খুঁজে বের করতে হবে বলে মনে করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

গণভবনে এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল হস্তান্তর অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শিক্ষাবোর্ডের চেয়ারম্যানদের তিনি বলেন, ‘যার যার বোর্ডে আপনারা খবর নেন, কী কারণে ছেলেরা পিছিয়ে। ইদানীং কিশোর গ্যাং দেখছি। এগুলো তো আমরা দেখতে চাই না। সেখান থেকে তাদের বিরত করা, একটা সুষ্ঠু পরিবেশে নিয়ে আসা আমাদের দায়িত্ব। আমরা বিবিএসকেও বলবো দেখতে।’

প্রকাশিত এ ফলাফলের মধ্যে রয়েছে ৯টি সাধারণ, মাদরাসা ও কারিগরি বোর্ড। যশোর বোর্ডে পাসের হার ৯২ দশমিক ৩২ শতাংশ। আর সর্বনিম্ন সিলেট বোর্ডে পাসের হার ৭৩ দশমিক ৩৫ শতাংশ।

এ ছাড়াও ঢাকা বোর্ডে পাসের হার ৮৯ দশমিক ৩২ শতাংশ, রাজশাহীতে ৮৯ দশমিক ২৫ শতাংশ, কুমিল্লায় ৭৯ দশমিক ২৩ শতাংশ, চট্টগ্রামে ৮২ দশমিক ৮০ শতাংশ, বরিশালে ৮৯ দশমিক ১৩ শতাংশ, দিনাজপুরে ৭৮ দশমিক ৪০ শতাংশ ও ময়মনসিংহে ৮৪ দশমিক ৯৭ শতাংশ।

বিএনএনিউজ২৪ডটকম/ হাসনা

Loading


শিরোনাম বিএনএ
ইন্দোনেশিয়ায় অ্যাপলের বিনিয়োগ বাড়ছে আসিয়ান চায় মিয়ানমারের জাতীয় নির্বাচনে সব দল ও মত অংশ নিক এ এফ হাসান আরিফের মৃত্যু: আজ রাষ্ট্রীয় শোক শেখ হাসিনা ও জয়ের ৩০০ মি.ডলার পাচারের অভিযোগ অনুসন্ধানে দুদক  নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে অভিযান জোরদার হবে--পরিবেশ উপদেষ্টা নির্বাচনে ইভিএম ব্যবহারের আর প্রশ্নই আসে না: বদিউল আলম মজুমদার নতুন স্বরাষ্ট্রসচিব নাসিমুল গনি সুবর্ণজয়ন্তীর নামে আওয়ামী লীগের শোডাউনের প্রস্তুতি, ভিডিও পাঠানো হবে হাসিনার কাছে তথ্য উপদেষ্টার সাথে সংগীত শিল্পী রাহাত ফাতেহ আলী খানের সাক্ষাৎ দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে মিরসরাইয়ের যুবক নিহত