17 C
আবহাওয়া
১১:০৮ পূর্বাহ্ণ - জানুয়ারি ১৮, ২০২৫
Bnanews24.com
Home » মাথায় সিলিং ফ্যান পড়ে আহত ডা. মুরাদ

মাথায় সিলিং ফ্যান পড়ে আহত ডা. মুরাদ


বিএনএ,জামালপুর ।। জামালপুরের সরিষাবাড়ীতে সিলিংফ্যান মাথায় পড়ে আহত হয়েছেন সাবেক তথ্য ও সম্প্র্রচার প্রতিমন্ত্রী ডা: মুরাদ হাসান এমপি।
বৃহস্পতিবার (১২ মে) দিবাগত রাতে সরিষাবাড়ি উপজেলার আওনা ইউনিয়নের দৌলতপুরের নিজ বাড়িতে তিনি আহত হন। বিষয়টি নিশ্চিত করেন সরিষাবাড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার দেবাশীষ রাজবংশী।
সরিষাবাড়ী হাসপাতাল সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দিবাগত রাতে নিজ বাড়ির বৈঠকখানায় নেতাকর্মীদের সঙ্গে আলোচনা করছিলেন সাবেক তথ্য ও সম্প্র্রচার প্রতিমন্ত্রী ডা: মুরাদ হাসান এমপি। ওই সময় সিলিংফ্যান ছিঁড়ে ডা: মুরাদ হাসান এমপির মাথায় পড়ে। সিলিং
ফ্যানের আঘাতে তিনি গুরুতর আহত হন। পরে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা সেবা দেন।
সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার দেবাশীষ রাজবংশী জানান, সিলিংফ্যান মাথায় পড়ে সাবেক তথ্য ও সম্প্র্রচার প্রতিমন্ত্রী ডা: মুরাদ হাসান এমপি আহত হন। হাসপাতালে একটি চিকিৎসক দল মুরাদ হাসানের বাড়িতে গিয়ে তাকে প্রাথমিক চিকিৎসা দেন। প্রয়োজন মাফিক তার কপালে তিনটি সেলাই দেওয়া হয়েছে।
বিএনএ/ এম শাহীন আল আমীন, ওজি

Loading


শিরোনাম বিএনএ