30 C
আবহাওয়া
১:০৪ অপরাহ্ণ - অক্টোবর ১২, ২০২৪
Bnanews24.com
Home » সন্ত্রাসীদের গুলিতে খুলনায় ব্যবসায়ী নিহত, স্ত্রী হাসপাতালে

সন্ত্রাসীদের গুলিতে খুলনায় ব্যবসায়ী নিহত, স্ত্রী হাসপাতালে

সন্ত্রাসীদের গুলিতে খুলনায় ব্যবসায়ী নিহত, স্ত্রী হাসপাতালে

বিএনএ ডেস্ক, ঢাকা: খুলনায় সন্ত্রাসীদের গুলিতে মো. রকিবুল ইসলাম খন্দকার (৪০) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১২ মে) রাতে খুলনার ফুলতলা ও যশোরের অভয়নগর উপজেলার সংযোগ গ্রাম দত্তগাতী এ ঘটনা ঘটে।

গুলিতে নিহতের স্ত্রী পিয়ারী বেগম বর্ষা (২৭) আহত হয়েছেন। তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত রকিবুল ফুলতলা উপজেলার এম এম কলেজপাড়ার বাসিন্দা মাহবুব খন্দকারের ছেলে।

ফুলতলা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইলিয়াস তালুকদার হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, ফুলতলা বণিক কল্যাণ সোসাইটির ক্রীড়া সম্পাদক মো. রকিবুল ইসলাম রাতে মোটরসাইকেলযোগে স্ত্রীকে নিয়ে দত্তগাতী গ্রামে দাওয়াত খেয়ে বাসায় ফিরছিলেন। অভয়নগরের দত্তগাতী গ্রামে থেকে বের হওয়ার সময় সন্ত্রাসীরা তাদের গতিরোধ করে। পরে তাকে লক্ষ্য করে গুলি করে সন্ত্রাসীরা।

স্থানীয়রা রকিবুল ইসলামকে উদ্ধার করে ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এমন নির্মম হত্যাকাণ্ডের বিচার দাবি করেছেন নিহতের স্বজন ও ফুলতলা বণিক কল্যাণ সোসাইটির সদস্যরা।

বিএনএ/এআর

Loading


শিরোনাম বিএনএ