33 C
আবহাওয়া
৪:৪৫ অপরাহ্ণ - এপ্রিল ১৫, ২০২৫
Bnanews24.com
Home » জিপিএইচ কারখানায় লিফট ছিঁড়ে ২ শ্রমিক নিহত

জিপিএইচ কারখানায় লিফট ছিঁড়ে ২ শ্রমিক নিহত

জিপিএইচ কারখানায় লিফট ছিঁড়ে ২ শ্রমিক নিহত

বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রামে লোহার রড উৎপাদনকারী প্রতিষ্ঠান জিপিএইচ ইস্পাতের কারখানায় লিফটের তার ছিঁড়ে দুই শ্রমিক নিহত হয়েছেন।

রোববার (১৩ এপ্রিল) দুপুরে সীতাকুণ্ড উপজেলার সুলতানা মঞ্জিল এলাকায় কারখানায় এ দুর্ঘটনা ঘটেছে বলে পুলিশ জানিয়েছে।নিহতরা হলেন- মো. মোস্তফা (২৫) ও মো. রিফাত (২৫)। এদের মধ্যে মোস্তফার বাড়ি সীতাকুণ্ড উপজেলায় এবং রিফাতের বাড়ি পাশের মীরসরাই উপজেলায়।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) আলাউদ্দিন তালুকদার জানান, আহত অবস্থায় দুই শ্রমিককে হাসপাতালে নেওয়ার পর মোস্তফাকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। রিফাত চিকিৎসাধীন অবস্থায় ঘণ্টাখানেক পর মারা যান।

সীতাকুণ্ড থানার অফিসার ইনচার্জ (ওসি) মজিবুর রহমান বলেন, ‘কারখানার মালামাল লিফটে তুলছিলেন দুই শ্রমিক। চারতলা থেকে লিফট ছিঁড়ে নিচে পড়ে যায়। সহকর্মীরা তাদের উদ্ধার করে হাসপাতালে নেয়ার পর সেখানে তাদের মৃত্যু হয়।নিহত দুই শ্রমিক ঠিকাদারের অধীনে ওই কারখানায় কাজ করছিলেন বলে জানা গেছে।

বিএনএনিউজ/ নাবিদ

Loading


শিরোনাম বিএনএ