বিএনএ, চট্টগ্রাম : বিএনপির ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরী বলেছেন, জুলাই বিপ্লবে শহীদের স্বপ্ন বাস্তবায়ন করতে হলে নির্বাচনের মাধ্যমে অবশ্যই গণতান্ত্রিক ধারায় ফিরতে হবে। প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস আগামী ডিসেম্বর থেকে জুনের মধ্যে জাতীয় নির্বাচনের যে সম্ভাবনার কথা বলেছেন সেটিকে নির্বাচনের রোডম্যাপ ধরে নির্বাচনের প্রস্তুতি নেওয়ার কথাও বলেন তিনি।
রোববার(১৩ এপ্রিল) চট্টগ্রাম প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে সাংবাদিকদের সাথে মতবিনিয়মকালে এসব কথা বলেন।
প্রেস ক্লাবের অন্তর্বর্তী কমিটির সদস্য সচিব জাহিদুল করিম কচির সভাপতিত্বে সভায় সিএমইউজে সভাপতি মোহাম্মদ শাহনওয়াজ, সাধারণ সম্পাদক সালেহ নোমান, প্রেস ক্লাব অন্তর্বর্তী কমিটির সদস্য মুস্তফা নঈম, গোলাম মাওলা মুরাদ, স্থায়ী সদস্য মইনুদ্দিন কাদেরী শওকত, রফিকুল ইসলাম সেলিম, সোহাগ কুমার বিশ্বাস প্রমুখ বক্তব্য রাখেন।
গিয়াস উদ্দিন কাদের চৌধুরী বলেন, প্রয়োজনীয় সংষ্কার শেষে নির্বাচন দিতে হবে। আর এই সংষ্কারের ভিত্তি হতে পারে সংবিধানের পঞ্চম সংশোধনী। কারণ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সংবিধানে যে মূলনীতি স্থাপন করেছেন তা নিয়ে কারো কোন দ্বিমত নেই।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে প্রফেসর ইউনূসের বৈঠক প্রসঙ্গে তিনি বলেন, প্রফেসর ইউনূস বাংলাদেশের পক্ষে ন্যায্য কথাই বলেছেন। চীনে প্রধান উপদেষ্টাকে যে সম্মান দেওয়া হয়েছে তাতে বাংলাদেশের মর্যাদা বেড়েছে বলেও মন্তব্য করেন তিনি।
দেশের মানুষ গণতন্ত্রে ফিরতে চায় উল্লেখ করে গিয়াস উদ্দিন কাদের চৌধুরী বলেন, প্রফেসর ইউনূস নির্বাচনে যে সম্ভাব্য সময় বলেছেন সেটাই রোডম্যাপ। আর কারা কি বললেন সেটা দেখার প্রয়োজন নেই। কিছু জরুরি সংষ্কার শেষ করে নির্বাচন দিতে হবে। এইটাই জনগণের প্রত্যাশা।
হাসিনার ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে যারা জীবন দিয়েছেন, পঙ্গুত্ব বরণ করেছেন তাদের স্বপ্ন পূরণে বিএনপি কাজ করবে উল্লেখ করে তিনি বলেন, তাদের ত্যাগ বৃথা যেতে দেওয়া হবে না। আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে মানুষের মধ্যে যে জাগরণ সৃষ্টি হয়েছে তা অটূট থাকবে। শনিবার ঢাকায় মার্চ ফর গাজা কর্মসূচিতে লাখো মানুষের ঢল এটাই প্রমাণ করে। আমাদের মধ্যে রাজনৈতিক মতপার্থক্য আছে। কিন্তু দেশের প্রশ্নে, অখন্ডতার প্রশ্নে আমরা এক কাতারে আসতে পারি তা আবারও প্রমাণিত হয়েছে। এটা আধিপত্যবাদি শক্তির জন্য একটি চূড়ান্ত বার্তা।
বিএনএ/ওজি