বিএনএ ডেস্ক: সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য শহীদ মিনারে আনা হয়েছে বীর মুক্তিযোদ্ধা ও গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরীর মরদেহ। বৃহস্পতিবার সকাল ১০টা ৫ মিনিটে জাফরুল্লাহ চৌধুরীর মরদেহ শহীদ মিনারে এসে পৌঁছায়।
বৃহস্পতিবার (১৩ এপ্রিল) দুপুর একটা পর্যন্ত শহীদ মিনারে সর্বসাধারণের শ্রদ্ধার জন্য মরদেহটি রাখা হবে।
মরদেহ আনার পর থেকে শহীদ মিনারে ভিড় জমাতে থাকে সর্বসাধারণ। যদিও এর অনেক আগেই বিভিন্ন স্তরের মানুষ শহীদ মিনারে এসে উপস্থিত হন। ১০টা ২২ মিনিটে জাফরুল্লাহ চৌধুরীর মরদেহের কফিন নামিয়ে শ্রদ্ধা নিবেদনস্থলে রাখা হয়। এরপর ১০টা ২৭ মিনিটে শ্রদ্ধা নিবেদন শুরু হয়। প্রথমেই শ্রদ্ধা নিবেদন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য একে আজাদ চৌধুরী। এরপর শ্রদ্ধা নিবেদন করেন সোয়াম গ্রুপের চেয়ারম্যান খবীর উদ্দীন, ডা. হারুনর অর রশীদের নেতৃত্বে বিপ্লবী কমিউনিস্ট লীগ শ্রদ্ধা নিবেদন করে।
জাফরুল্লাহ চৌধুরীর মরদেহে শ্রদ্ধা জানাতে ফুল নিয়ে লাইনে দাঁড়িয়েছে স্ট্যান্ডার্ড ওয়ানের শিক্ষার্থী শত ধ্রুব। সে বলে, ‘জাফরুল্লাহ চৌধুরী স্যার একজন দেশপ্রেমিক ছিলেন। তাই আব্বুর সঙ্গে উনাকে ফুল দিতে এসেছি।’
ডা. জাফরুল্লাহ কিডনি জটিলতার পাশাপাশি বার্ধক্যজনিত রোগেও ভুগছিলেন। এ অবস্থায় তাকে ধানমন্ডিতে গণস্বাস্থ্য নগর হাসপাতালে ভর্তি করা হয়। শারীরিক অবস্থার অবনতি হলে গত সোমবার সকালে তাকে লাইফ সাপোর্টে নেয়া হয়। পরে মঙ্গলবার রাত ১১টা ১৫ মিনিটে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তার বয়স হয়েছিল ৮১ বছর।
বিএনএনিউজ২৪/ এমএইচ