বিএনএ, বশেমুরবিপ্রবি: গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) অধ্যয়নরত চাঁপাইনবাবগঞ্জ জেলার শিক্ষার্থীদের ছাত্র কল্যাণ পরিষদের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে পদার্থ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মো. হিমেল আলীকে সভাপতি এবং কৃষি বিভাগের শিক্ষার্থী মো. আসগর আলীকে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়েছে।
উপদেষ্টা পরিষদের সম্মতিক্রমে ২০২২-২০২৩ সালের জন্য এ কমিটির অনুমোদন দেওয়া হয়। এতে প্রধান উপদেষ্টা হিসেবে আছেন ফলিত রসায়ন এবং কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. কামরুজ্জামান, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক মো. জামাল উদ্দীন, রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক নাসির উদ্দিন, পদার্থ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক নূর-ই-আশরাফি, মৎস ও সামুদ্রিক জীববিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক শিরিন আক্তার, ফুড এবং এগ্রোপ্রসেস ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক মো. এস্তাদুজ্জামান জনি। ছাত্র উপদেষ্টা হিসেবে আছেন বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ইমরান, তুহিন,আনিসুর রহমান, আব্দুল আলিম, আল মামুন, মাহফুজ হোসাইন, মাহফুজুর রহমান, রবিউল ইসলাম।
এছাড়া কমিটিতে সহ-সভাপতি পদে আছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তৌফিকুর রহমান, মো. মারুফ আহমেদ, মেহেদী হাসান শোভন,মোঃ রনি আহমেদ, আব্দুল আওয়াল,শাহাদাত হোসাইন, মো. মারুফ আহমেদ,বিলকিস আক্তার বিথী, লিনা,হোসাইন মোহাম্মদ আনসার,মো. মাসুদ রানা। যুগ্ম-সাধারণ সম্পাদক পদে আছেন সুমন রেজা,জান্নাতুল ফেরদৌস বিথী,আল-ইমরান শাহীন, আবুল হাসনাত অনিক, বিউটি খাতুন। সাংগঠনিক সম্পাদক পদে আছেন মো. সেলিম রেজা, মো. ইসমাইল হোসেন, তামান্না তন্নি। যুগ্ম-সাংগঠনিক সম্পাদক পদে আছেন আসমা আফিয়া লিজা, মো. মোস্তফা, দেলোয়ার হোসাইন, খায়রুজ্জামান সনি, মামলোত বিশ্বাস । এছাড়া অর্থ বিষয়ক সম্পাদক মো. আবু সাঈদ, সহকারী অর্থ বিষয়ক সম্পাদক মো. খালিদ হাসান, প্রচার সম্পাদক মোস্তাফিজুর রহমান,যুগ্ম-প্রচার সম্পাদক হারুন অর রশিদ,
দপ্তর বিষয়ক সম্পাদক মো. আশিক রেজা,উপ-দপ্তর বিষয়ক সম্পাদক মোতালিব হোসেন, আইন বিষয়ক সম্পাদক মো. মুসফেকুর রহমান, উপ-আইন বিষয়ক সম্পাদক মিলন, তথ্য বিষয়ক সম্পাদক মুহা. ফাহীসুল হক ফয়সাল উপ-তথ্য বিষয়ক সম্পাদক মো. শরিফ আহমেদ, প্রকাশনা বিষয়ক সম্পাদক ইসতিয়াক আহমেদ পিয়াস, উপ-প্রকাশনা বিষয়ক সম্পাদক মো. জামাল উদ্দিন, শিক্ষা বিষয়ক সম্পাদক মো. মুখলেসুর রহমান, উপ-শিক্ষা বিষয়ক সম্পাদক খাইরুল ইসলাম সোহান, ক্রিয়া বিষয়ক সম্পাদক আব্দুল হাকিম, উপ-ক্রিয়া বিষয়ক সম্পাদক ওভি, ছাত্র কল্যাণ বিষয়ক সম্পাদক মো. ওবাইদুল রহমান, উপ-ছাত্র কল্যাণ বিষয়ক সম্পাদক মো. কাইয়ুম রেজা, ছাত্রী বিষয়ক সম্পাদিকা খাদিজা খাতুন ইমু, উপ-ছাত্রী বিষয়ক সম্পাদিকা শারমিন,সংস্কৃতি বিষয়ক সম্পাদক পূর্ণীমা কুমারী, উপ-সংস্কৃতি বিষয়ক সম্পাদক শামিম রেজা,সাহিত্য বিষয়ক সম্পাদক মো. শহিদুল ইসলাম, উপ-সাহিত্য বিষয়ক সম্পাদক সিফাত আলী, সাস্থ্য বিষয়ক সম্পাদক রাফিজা সুলতানা,উপ-সাস্থ্য বিষয়ক সম্পাদক মোহাম্মদ নাজমুল ইসলাম,মেহেদী হাসান, আশরিফা রহমান, ধর্ম বিষয়ক সম্পাদক ইশতিয়াক ইমন,উপ-ধর্ম বিষয়ক সম্পাদক কৌশিক পিয়াস,মো. মামনুল হাসান।
এছাড়া আপ্যায়ন বিষয়ক সম্পাদক মো. হিমেল ইসলাম, উপ-আপ্যায়ন বিষয়ক সম্পাদক আবু হুরাইরা নাইম, আলোকচিত্র বিষয়ক সম্পাদক মো. ইফতেহিমুল সজীব, উপ-আলোকচিত্র বিষয়ক সম্পাদক মিজানুর রহমান মিজান।
নব নির্বাচিত সাধারণ সম্পাদক মো. আসগর আলী বলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্র কল্যাণ পরিষদ চাঁপাইনবাবগঞ্জ হতে আগত ভর্তি পরিক্ষার্থীদের সাহায্যের হাত বাড়িয়ে দেয়। এডমিশন জীবনটা অনেকটা অনিশ্চয়তার মধ্য দিয়ে যায়, সেখানে একজন শিক্ষার্থী মানসিক ও শারীরিক চাপে থাকে। ভর্তি পরীক্ষা দিতে গিয়ে কোথায় থাকবো? আমার সীট কোথায়? এসব প্রশ্নের সমাধান আমরা দিয়ে তাদের সাহায্য করি। এছাড়া ভর্তি পরবর্তী অবস্থায় চাঁপাই হতে আগত শিক্ষার্থীদের মাঝে পরিবার ছেড়ে আসার বেদনার ছাপ পরিলক্ষিত হয়, সেই বেদনার ছাপকে কাটিয়ে তুলতে আমরা একটা বৃহৎ পরিবার গঠন করি আর সেটাই হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্র কল্যাণ পরিষদ।
নবনির্বাচিত সভাপতি মো. হিমেল আলী বলেন, ভার্সিটিতে ভর্তি থেকে আরম্ভ করে উচ্চশিক্ষা গ্রহণের পাশাপাশি সামাজিক দায়বদ্ধতাকে সম্মুখে রেখে বিভিন্ন সামাজিক কল্যাণমূলক কার্যক্রমে অংশগ্রহণ, আগত ছাত্রছা-ত্রী , শিক্ষক কর্মকর্তা সকলের মধ্যে পারস্পারিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্ব স্থাপন, ছাত্র-ছাত্রীদের মাঝে সামাজিক নেতৃত্ব, চাঁপাইনবাবগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা হতে আগত ছাত্র-ছাত্রীদের ভিতরে ভ্রাতৃত্বের বন্ধন উৎপত্তি করতেই এ সংগঠনটির যাত্রা।সম্পূর্ণ অরাজনৈতিক ও অলাভজনক সামাজিক সেচ্ছাসেবী সংগঠনের অবকাঠামো ধারণ করে প্রতিনিয়ত বিভিন্ন ছাত্রকল্যাণ ও জনস্বার্থমূলক কার্যক্রমই আমাদের এ সংগঠনটির মূল লক্ষ্য।
বিএনএ/ফাহীসুল, এমএফ