17 C
আবহাওয়া
১০:২৪ পূর্বাহ্ণ - জানুয়ারি ২৫, ২০২৫
Bnanews24.com
Home » কুবিতে বাংলা বিভাগের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল

কুবিতে বাংলা বিভাগের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল


বিএনএ, কুবি (কুমিল্লা) : কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের(কুবি) বাংলা বিভাগের সহযোগী সংগঠন ‘বাংলা ভাষা সাহিত্য পরিষদের’ উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৩ এপ্রিল) সামাজিক বিজ্ঞান অনুষদের হল রুমে এ আয়োজন করা হয়। এতে বিভাগের শিক্ষকসহ প্রায় তিনশতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। এসময় পবিত্র রমজান মাসের গুরুত্ব আলোচনাসহ দোয়ার আয়োজন করা হয়।

ভাষা সাহিত্য পরিষদের জি এস মাসুদ আলমের সঞ্চালনায় বিভাগটির প্রধান অধ্যাপক ড. জি এম মনিরুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ হুমায়ুন কবির , শিক্ষক সমিতির সভাপতি ড. দুলাল চন্দ্র নন্দি ও সাধারণ সম্পাদক ড. মোকাদ্দেস-উল- ইসলাম।

এসময় আরো উপস্থিত ছিলেন দোয়া ও ইফতার মাহফিলের আয়োজক কমিটির আহ্বায়ক ও বিভাগের সহযোগী অধ্যাপক ড. শামসুজ্জামান মিলকী, সহকারী অধ্যাপক কামরুন নাহার শীলা, আয়োজক কমিটির সদস্য সচিব ও সহকারী অধ্যাপক নূর মোহাম্মদ রাজু ও প্রভাষক সিনথিয়া মুমুসহ বাংলা বিভাগের শিক্ষার্থীবৃন্দ।

বিএনএনিউজ/হাবিবুর রহমান/ এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ