24 C
আবহাওয়া
২:১১ অপরাহ্ণ - জানুয়ারি ১৯, ২০২৫
Bnanews24.com
Home » জামালপুরে জেলা শিল্পকলা একাডেমি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

জামালপুরে জেলা শিল্পকলা একাডেমি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

জামালপুরে জেলা শিল্পকলা একাডেমি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

বিএনএ,জামালপুর : জামালপুরে নবনির্মিত অত্যাধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত জেলা শিল্পকলা একাডেমির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ১৩ এপ্রিল বুধবার গণভবন থেকে ভার্চুয়ালি মাধ্যমে জামালপুরসহ দেশের ৮টি শিল্পকলা একাডেমি উদ্বোধন করেন তিনি।

এসময় ভার্চুয়ালে জামালপুর জেলা প্রশাসকের সভাকক্ষে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোর্শেদা জামান,পুলিশ সুপার নাছির উদ্দীন আহমেদ, জামালপুর পৌরসভার মেয়র আলহাজ্ব মোহাম্মদ ছানোয়ার হোসেন ছানু,জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব এডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)মুকলেছুর রহমান, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব সৈয়দ আতিকুর রহমান ছানা,মির্জা সাখাওয়াতুল আলম মনি, সহ-সভাপতি অধ্যক্ষ আশরাফ হোসেন তরফদার,সদস্য রেজাউল করিম রেজনু,জেলা কালচারাল অফিসার আব্দুল্লাহ আল মামুন প্রমুখ। এছাড়াও সহ জেলার বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সদস্যবৃন্দ,শিল্পীবৃন্দ ও কলাকুশলীরা উপস্থিত ছিলেন। সাংস্কৃতিক কর্মীরা জানান, জামালপুরে একটি অত্যাধুনিক জেলা শিল্পকলা একাডেমীর খুব প্রয়োজন ছিলো। এই দাবীর প্রেক্ষিতে বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক প্রতিমন্ত্রী আলহাজ্ব মির্জা আজম এমপির অক্লান্ত পরিশ্রমে আজ একটি অত্যাধুনিক শিল্পকলা একাডেমী পেয়েছে জামালপুরবাসী। উদ্বোধনী অনুষ্ঠানে গণভবন ছাড়াও বাংলাদেশ শিল্পকলা একাডেমি মিলনায়তন ও নারায়ণগঞ্জ, জামালপুর, মৌলভীবাজার, পাবনা, কুষ্টিয়া, খুলনা, মানিকগঞ্জ ও রংপুর জেলা প্রশাসকের কার্যালয় থেকে বিভিন্ন সরকারি, বেসরকারি দফতরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংস্কৃতিক ব্যক্তিবর্গ ও শিল্পীরা সংযুক্ত ছিলেন। উল্লেখ্য, গৌরীপুর কাচারীমাঠের পশ্চিমে প্রায় ১৮ কোটি টাকা ব্যয়ে নির্মিত হচ্ছে অত্যাধুনিক শিল্পকলা একাডেমি। এখানে ৫০০ আসনের মূল অডিটোরিয়াম ছাড়াও তিনতলা ও চারতলা দুটি ভবনে থাকবে প্রশিক্ষণ কক্ষ, আধুনিক গ্রীণরুম ও আর্ট গ্যালারি। সংস্কৃতি মন্ত্রণালয়ের অর্থায়নে এটি বাস্তবায়ন করছে গণপূর্ত বিভাগ। সাংস্কৃতিক আন্দোলন ও চর্চার উর্বর ভূমি হিসেবে পরিচিত জামালপুরে জেলা শিল্পকলা একাডেমির নতুন ভবনটি নির্মাণ করা হয়েছে। অত্যাধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত এই শিল্পকলা একাডেমির উদ্বোধন ঘিরে আনন্দে উদ্বেলিত এখানকার শিল্পী-কলাকুশলী ও সংগঠকরা। জামালপুর শহরের প্রাণকেন্দ্র শেখ হাসিনা সাংস্কৃতিক পল্লী সংলগ্ন নির্মাণ করা হয়েছে অত্যাধুনিক শিল্পকলা একাডেমি ভবনটি। গণপূর্ত বিভাগ ও জেলা শিল্পকলা একাডেমি সূত্রে জানা গেছে, নির্মাণাধীন নতুন এই ভবনটিতে ৫০০ আসন বিশিষ্ট সুবিশাল একটি অডিটোরিয়াম রয়েছে। পাশাপাশি ভবনের আন্ডার গ্রাউন্ডে গাড়ি রাখার গ্যারেজ, কনফারেন্স রুম ও আর্ট গ্যালারি, লাইব্রেরি, সুসজ্জিত ডরমিটরি রয়েছে। এছাড়াও শ্রেণি কক্ষ, অফিস কক্ষ, প্রশিক্ষক কক্ষসহ অন্যান্য কক্ষ রয়েছে। এ ছাড়া সর্বাধুনিক সাউন্ড সিস্টেমসহ নানা সুযোগ-সুবিধা রয়েছে। জামালপুর জেলার সকল সাংস্কৃতিক কর্মীরা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আলহাজ্ব মির্জা আজম এমপি কে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন।

এম শাহীন আল আমীন

Loading


শিরোনাম বিএনএ