31 C
আবহাওয়া
১১:২৮ পূর্বাহ্ণ - মে ৫, ২০২৫
Bnanews24.com
Home » জব্বারের বলি খেলার জন্য লালদীঘি মাঠ উম্মুক্ত করার দাবি

জব্বারের বলি খেলার জন্য লালদীঘি মাঠ উম্মুক্ত করার দাবি

লালদীঘি মাঠ বৈশাখি মেলা

ঐতিহাসিক আবদুল জব্বার স্মৃতি কুস্তি প্রতিযোগিতা(বলি খেলা)  ও মেলা কমিটি আগামী ২৫ এপ্রিলের(১২ বৈশাখের) পূর্বে কুস্তি ও বেশাখি মেলার জন্য লালদীঘি মাঠ উম্মুক্ত করার দাবি জানিয়েছে।

বুধবার(১৩এপ্রিল)  চট্টগ্রাম প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কমিটির নেতৃবৃন্দ উক্ত দাবি জানিয়ে বলেন, করোনার জন্য গত কয়েক বছর ঐতিহাসিক আবদুল জব্বার স্মৃতি কুস্তি প্রতিযোগিতা  ও মেলা আয়োজন করা যায় নি।

Loading


শিরোনাম বিএনএ