পাকিস্তানে প্রধানমন্ত্রীর পদ বদল হলেও সরকার গঠন ও ক্ষমতার ভাগাভাগি নিয়ে চরম বিরোধ শুরু হয়েছে। ইমরান খানকে সরিয়ে দায়িত্ব গ্রহণের পর পিএমএল এর নেতা শাহবাজ শরিফের নেতৃত্বাধীন সরকারের রাষ্ট্রপতি, পররাষ্ট্রমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, প্রবাসী কল্যাণমন্ত্রী, স্পিকার, সংসদ নেতা কে হবেন তা নিয়ে শরীক দলগুলোর মধ্যে চরম বিরোধ দেখা দিয়েছে।
ফলে মঙ্গলবারও(১২ এপ্রিল) মন্ত্রিসভা গঠন করার কথা থাকলেও শেষ পর্যন্ত তা হতে পারেনি।
ক্ষমতাসীন জোটের সূত্রগুলো জানায়, পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) হলো মুসলিম লিগ (নওয়াজ)-এর পর জোটের সবচেয়ে বড় শরিক। তারা নতুন ব্যবস্থায় অতি গুরুত্বপূর্ণ বেশ কিছু পদ লাভের ব্যাপারে অনড় রয়েছে।
সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোর দল পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি)র প্রধান বেনজির পুত্র বিলাওয়াল ভুট্টোর শাহবাজ শরিফের অধীনে পররাষ্ট্রমন্ত্রী হওয়া নিয়েও পিপিপি দুই ভাগে বিভক্ত হয়ে পড়েছে।
পিপিপির অনেকে মনে করেন, বিলাওয়াল পররাষ্ট্রমন্ত্রী হলে ভবিষ্যতে তার জন্য কল্যাণকর হবে। আন্তর্জাতিক রাজনীতি বোঝা সহজ হবে। আবার কেউ কেউ বলছেন, শাহবাজের অধীনে তিনি মন্ত্রী হলে তার মর্যাদার অবনতি হবে।
প্রেসিডেন্ট কে হচ্ছেন
পাকিস্তানের বর্তমান রাষ্ট্রপতি আরিফ আলভি স্বেচ্ছায় পদত্যাগ না করলে তার বিরুদ্ধে ইমপিচমেন্ট প্রস্তাব আনা হতে পারে। শাহবাজের সরকার রাষ্ট্রপতি পদটি জেইউআই-এফ প্রধান মাওলানা ফজলুর রহমানকে দিতে চাইছে। কিন্ত পিপিপি ফারিয়াল তালপুরকে ওই পদে বসাতে চায়।
বিএনএনিউজ২৪,জিএন