22 C
আবহাওয়া
৩:১৯ পূর্বাহ্ণ - নভেম্বর ২২, ২০২৪
Bnanews24.com
Home » কাবিলার মুক্তি চাইছেন দর্শক

কাবিলার মুক্তি চাইছেন দর্শক


বিএনএ,বিনোদন ডেস্ক:কাজল আরিফিন অমি পরিচালিত বহুল আলোচিত টিভি সিরিয়াল ‘ব‌্যাচেলর পয়েন্ট’। ২০১৯ সালের শেষের দিকে সিরিয়ালটির প্রথম সিজনের সম্প্রচার শুরু হয় বেসরকারি টেলিভিশন চ‌্যানেল বাংলা ভিশনে। পাশাপাশি এটি মুক্তি পেয়েছে ধ্রুব টিভির ইউটিউব চ‌্যানেলে।

দর্শক চাহিদা মাথায় রেখে নির্মিত হয় সিরিয়ালটির দ্বিতীয় ও তৃতীয় সিজন। মঙ্গলবার (১৩ এপ্রিল) ধ্রুব টিভির ইউটিউব চ‌্যানেলে মুক্তি পেয়েছে এই সিরিয়ালের শেষ পর্ব (৭৯)। শেষ লগ্নে এ নাটকের আলোচিত চরিত্র কাবিলাকে (জিয়াউল হক পলাশ) গ্রেপ্তার করে পুলিশ। কিন্তু বিষয়টি মানতে নারাজ ভক্তরা। সোশ‌্যাল মিডিয়ায় কাবিলার মুক্তির জোর দাবি তুলেছেন তারা।

রাশেদ খান নামে একজন লিখেছেন—‘কাবিলার নিঃশর্ত মুক্তি চাই। দিতে হবে।’ পোস্টার তৈরি করে মুক্তি চেয়েছেন আসিফ আহমেদ। তাতে লেখা, ‘কাবিলা ভাইয়ের মুক্তি চাই।’ রাকিব হাসানও লিখেছেন, ‘কাবিলা ভাইয়ের মুক্তি চাই।’ নাটকের কয়েকটি ছবি পোস্ট করে ফরহাদুর রহমান ফয়সাল লিখেছেন, ‘আমরা কাবিলার নিঃশর্ত মুক্তি চাই।’ পরিচালককে হুমকি দিয়ে সজিব লিখেছেন, ‘কাবিলার কিছু হলে অমি তোর খবর আছে। কাবিলা ভাই এগিয়ে যান আমরা আছি তোমার সাথে। জেলের তালা ভাঙবো কাবিলাকে মুক্ত করবো।’ এমন অসংখ‌্য মন্তব‌্য ঘুরে বেড়াচ্ছে সোশ‌্যাল মিডিয়ায়।

এদিকে দর্শকের এমন প্রতিক্রিয়া আপ্লুত জিয়াউল হক পলাশ। তিনি বলেন, ‘সব কিছুই দর্শকদের ভালোবাসা। প্রচুর ফোন পাচ্ছি। সবগুলো সিজনে আমার কাছে চ্যালেঞ্জ ছিল দর্শক ধরে রাখা। মনে হচ্ছে সেটি পেরেছি।’

এদিকে ‘ব‌্যাচলর পয়েন্ট’ নাটকের নতুন সিজন নির্মাণের জোর দাবি জানিয়েছেন দর্শকরা। দর্শেকের এ দাবি কতটা পূরণ হবে তা নির্ভর করছে প্রযোজক-পরিচালকের উপর। নির্মাতা কাজল আরেফিন অমি বলেন—‘এখনো কিছু ভাবিনি। যদি জীবিত থাকি অবশ্যই ব্যাচেলরদের পরে কী হয় তা দেখাবো।’

উচ্ছ্বাস প্রকাশ করে এই পরিচালক বলেন, ‘মানুষ এই সিরিয়ালের কারণে আমাকে যে পরিমাণ ভালোবাসা দিয়েছেন, তা কখনোই ভুলবো না। লাখ লাখ দর্শকের কাছে কৃতজ্ঞতা। যারা সবসময় ‘ব্যাচেলর পয়েন্ট’ সাপোর্ট করেছেন, আমাদের আপন করে নিয়েছেন।’

ব্যাচেলর পয়েন্টের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন—মারজুক রাসেল, তৌসিফ মাহবুব, মিশু সাব্বির, শামীম হাসান, চাষি আলম, জিয়াউল হক পলাশ, শরাফ আহমেদ জীবন, সাবিলা নূর, মনিরা মিঠু, ফারিয়া শাহরিন, আবদুল্লাহ রানা, পাভেল, মুসাফির বাচ্চু, শিমুল শর্মা প্রমুখ।

Loading


শিরোনাম বিএনএ