বিএনএ কুমিল্লা: কুমিল্লার চৌদ্দগ্রামে মিয়াবাজার এলাকায় ট্রাক চাপায় সিএনজি চালিত অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছে। মঙ্গলবার(১৩ এপ্রিল) মিয়াবাজারের চিওড়া এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা সবাই একই পরিবারের সদস্য। এদের মধ্যে এক শিশুও রয়েছে।
নিহতরা হলেন- নাঙ্গলকোট উপজেলার ঢালুয়া ইউনিয়নের সিজিয়ারা গ্রামের নুরুজ্জামানের ছেলে মো. হানিফ, তার মেয়ে চৌদ্দগ্রামের জগন্নাথদীঘি ইউনিয়নের হাটবাইর গ্রামের কবির হাসেনের স্ত্রী মেরি বেগম ও মেরির মেয়ে মেহজাবিন।
চৌদ্দগ্রাম মিয়াবাজার হাউওয়ে থানার এসআই মো. খোকন সংবাদ মাধ্যমকে বলেন, মহাড়কের চিওড়ায় সড়কের পাশে অপেক্ষামান থাকা যাত্রীরা অটোরিকশায় উঠছিলেন। সে সময় চট্টগ্রামমুখী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে তিনজন নিহত হয়।দুর্ঘটনার খবর শুনে স্থানীয় ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ চালায় বলে জানান তিনি।
বিএনএনিউজ/আরকেসি