23 C
আবহাওয়া
৪:৪৫ অপরাহ্ণ - জানুয়ারি ২১, ২০২৫
Bnanews24.com
Home » লকডাউনে ব্যাংক খোলা থাকছে

লকডাউনে ব্যাংক খোলা থাকছে

বাংলাদেশ ব্যাংক

বিএনএ, ঢাকা : মন্ত্রী পরিষদ বিভাগের অনুরোধে লক ডাউনের সময় ব্যাংক বন্ধ রাখার সিদ্ধান্ত থেকে সরে এসেছে বাংলাদেশ ব্যাংক। মঙ্গলবার এক নির্দেশনায় ব্যাংকিং খাত সচল রাখতে বলেছে কেন্দ্রীয় ব্যাংক।

মঙ্গলবার বিকেলে বাংলাদেশে কার্যক্রম চালানো সকল তফসিলি ব্যাংকের ব্যাবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাকে এ নির্দেশনা দেন বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক মো. আনোয়ারুল ইসলাম।

ওই নির্দেশনায় বলা হয়, “পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সাপ্তাহিক ও সরকারি ছুটির দিন ব্যাতীত দৈনিক ব্যাংকিং সময়সূচী সকাল ৯টা থেকে দুপুর ১টা ৩০ মিনিট পর্যন্ত নির্ধারণ করা হলো। এক্ষেত্রে লেনদেনের পরবর্তী আনুষঙ্গিক কার্যক্রম সম্পাদনের জন্য সংশ্লিষ্ট ব্যাংক শাখা ও প্রধান কার্যালয়ের সংশ্লিষ্ট বিভাগ প্রয়োজনে বিকাল ৩টা পর্যন্ত খোলা রাখা যাবে।”

এর আগে গতকাল সোমবার বিকেলে বাংলাদেশ ব্যাংক থেকে জারি করা এক সার্কুলারে বলা হয়, সরকার ঘোষিত বিধিনিষেধ চলাকালীন সময়ে সাধারণভাবে সকল তফসিলি ব্যাংক বন্ধ থাকবে। এসময় ব্যাংকের সকল কর্মকর্তা/কর্মচারীকে নিজ নিজ কর্মস্থলে অবস্থান করতে হবে।

বিএনএনিউজ/ এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ