27 C
আবহাওয়া
৬:০৪ অপরাহ্ণ - নভেম্বর ২৪, ২০২৪
Bnanews24.com
Home » চট্টগ্রামে করোনায় ৫ জনের মৃত্যু, আক্রান্ত আরও ৪৩১

চট্টগ্রামে করোনায় ৫ জনের মৃত্যু, আক্রান্ত আরও ৪৩১

১৯ মাস পর করোনাশূন্য চট্টগ্রাম

বিএনএ, চট্টগ্রাম : গত চব্বিশ ঘণ্টায় ২ হাজার ৬২১টি নমুনা পরীক্ষায় চট্টগ্রামে কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছে ৪৩১ জন। আক্রান্তদের মধ্যে নগরের ৩৬২ জন এবং উপজেলার ৬৯ জন। এ নিয়ে চট্টগ্রামে কোভিড-১৯ এ আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৪৫ হাজার ২৯১ জন। একই সময় করোনায় মারা গেছেন পাঁচজন। মঙ্গলবার (১৩ এপ্রিল ) সকালে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য জানা যায়।

ওই প্রতিবেদনে বলা হয়েছে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ল্যাবে ১৬৯টি নমুনা পরীক্ষায় ৬২জন, বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) ল্যাবে ৬৭৯টি নমুনা পরীক্ষায় ৭২, চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) ল্যাবে ৭৪৮টি নমুনা পরীক্ষায় ৩৮জন, চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাবে ৩১৩টি নমুনা পরীক্ষায় ৮৮জন, বেসরকারি ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে ২২৫টি নমুনা পরীক্ষায় ৫৮ জন, শেভরন ক্লিনিক্যাল ল্যাবরেটরি ৪০২টি নমুনা পরীক্ষায় ৭১ জন, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ৭৩টি নমুনা পরীক্ষায় ৩৪ জন এবং চট্টগ্রাম জেনারেল হাসপাতালের রিজিওনাল টিবি রেফারেল ল্যাবরেটরিতে (আরটিআরএল) ৮টি নমুনা পরীক্ষায় ৬ জন এবং কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে চট্টগ্রামে ৪ জনের নমুনা পরীক্ষায় ২ জনের শরীরে করোনাভাইরাসের অস্তিত্ব মিলেছে।

চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, গত চব্বিশ ঘণ্টায় কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবসহ চট্টগ্রামের ৮টি ল্যাবে ২ হাজার ৬২১টি নমুনা পরীক্ষা করা হয়। এতে ৪৩১ জন বেড়ে চট্টগ্রামে করোনা আক্রান্তের সংখ্যা ৪৫ হাজার ২৯১ জন। একই সঙ্গে করোনায় ৫ জনের মৃত্যু হয়েছে। এতে মৃত্যুর সংখ্যা এখন ৪৩৫ জন।

বিএনএনিউজ/আমিন

Loading


শিরোনাম বিএনএ