17 C
আবহাওয়া
৭:৫১ পূর্বাহ্ণ - জানুয়ারি ১৮, ২০২৫
Bnanews24.com
Home » চকরিয়ায় হাতির আক্রমণে বৃদ্ধের মৃত্যু

চকরিয়ায় হাতির আক্রমণে বৃদ্ধের মৃত্যু


বিএনএ, কক্সবাজার : কক্সবাজারের চকরিয়ায় পাহাড়ে বনমোরগ শিকারে গিয়ে হাতির আক্রমণে কবির আহমদ (৫৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সোমবার (১৩ মার্চ) সকাল সাড়ে ৮টার দিকে চকরিয়ার পার্শ্ববর্তী লামা উপজেলার ফাঁশিয়াখালী চাককাটা পাহাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত কবির আহমদ চকরিয়া উপজেলার ফাঁশিয়াখালী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড দক্ষিণ ঘুনিয়া এলাকার ওয়াহেদ আলীর ছেলে।

স্থানীয় লোকজন জানায়, কবির আহমদ একজন বনমোরগ শিকারী। প্রতিদিনের ন্যায় তিনি সকালে পাহাড়ে বনমোরগ শিকার করতে যান। পাহাড়ি চাককাটা এলাকায় বনমোরগ ধরার ফাঁদ পেতে তিনি জঙ্গলে লুকিয়ে থাকেন। এসময় একটি হাতি এসে শুঁড় দিয়ে ধরে পায়ের তলায় পিষ্ট করে তাকে মেরে ফেলেন। পরে দুপুরে ঘরে না ফেরায় পরিবারের লোকজন বিকেলে গিয়ে  ঘটনাস্থলে গিয়ে কবির আহমদের লাশ উদ্ধার করেন।

ফাঁসিয়াখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হেলাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, পাহাড়ি মোরগ শিকার করতে গিয়ে হাতির আক্রমণে তার মৃত্যু হয়েছে।

চকরিয়া থানা পুলিশের ওসি চন্দন কুমার চক্রবর্তী জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পাহাড়ে হাতির আক্রমণের শিকার হয়ে তার মৃত্যু হয়েছে।

বিএনএনিউজ/এইচ এম ফরিদুল আলম শাহীন/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ