বিএনএ, কক্সবাজার : ১০ হাজার পিস ইয়াবা পাচারের মামলায় কক্সবাজারে ১ রোহিঙ্গাকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে। একইসাথে দন্ডিত আসামিকে ৫০ হাজার টাকা অর্থদন্ড, অর্থদন্ড অনাদায়ে আরো ১ বছর বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে।
কক্সবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ-১ (ভা:) নিশাত সুলতানা সোমবার (১৩ মার্চ) এ রায় ঘোষণা করেন। একই আদালতের বেঞ্চ সহকারী দেলোয়ার হোসাইন এ তথ্য জানিয়েছেন।
দন্ডিত আসামি হলো : কক্সবাজারের টেকনাফের হ্নীলা ইউনিয়নের দমদমিয়া রোহিঙ্গা শরনার্থী ক্যাম্প ব্লক-৯ এর মৃত কাছিমের পুত্র রোহিঙ্গা হামিদ হোসেন (২৫)। দণ্ডিত আসামী রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন।
রাষ্ট্র পক্ষে একই আদালতের অতিরিক্ত পিপি অ্যাডভোকেট মোজাফফর আহমদ হেলালী এবং আসামীর পক্ষে অ্যাডভোকেট তাজমিন হুদা চৌধুরী সেতু আদালতে মামলাটি পরিচালনা করেন।
বিএনএনিউজ/এইচ এম ফরিদুল আলম শাহীন/এইচ.এম।