26 C
আবহাওয়া
৪:৫৮ পূর্বাহ্ণ - এপ্রিল ১৭, ২০২৪
Bnanews24.com
Home » যুক্তরাষ্ট্রকে তালেবানের হুঁশিয়ারি

যুক্তরাষ্ট্রকে তালেবানের হুঁশিয়ারি

তালেবান পররাষ্ট্রমন্ত্রী

বিএনএ, বিশ্বডেস্ক : আফগানিস্তানে তালেবান সরকারের পররাষ্ট্রমন্ত্রী তার দেশের সম্পদ আটকে রাখার পরিণতির ব্যাপারে মার্কিন সরকারকে হুঁশিয়ার করে দিয়েছেন। পররাষ্ট্রমন্ত্রী আমির খান মোত্তাকি আফগানিস্তান বিষয়ক মার্কিন প্রতিনিধি টম ওয়েস্টের সঙ্গে সাক্ষাতের সময় বলেছেন, আফগানিস্তানের সম্পদ আটকে রাখা বা জব্দ করা হলে তা দুদেশের সম্পর্কে নেতিবাচক প্রভাব পড়বে।

এ বৈঠকে তালেবান সরকারের তথ্য ও সংস্কৃতিমন্ত্রী মোল্লা খেইরুল্লাহ খেইর খ’ উপস্থিত ছিলেন। বৈঠকে দুপক্ষই আফগানিস্তানের সাড়ে ৩০০ কোটি ডলার দেশটির কেন্দ্রিয় ব্যাংকে স্থানান্তর করার বিষয়ে  সমঝোতায় পৌঁছান। অন্যদিকে, গত শুক্রবার তালেবান ও কাতারের পররাষ্ট্রমন্ত্রীরা এবং  আফগানিস্তান  বিষয়ক  মার্কিন বিশেষ প্রতিনিধির মধ্যেও তুরস্কের আন্তালিয়ায় ত্রিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে এবং বিভিন্ন বিষয়ে তাদের মধ্যে কথাবার্তা হয়েছে। তালেবান সরকারের পররাষ্ট্রমন্ত্রী এমন সময় তাদের সম্পদ ফেরত না দিলে যুক্তরাষ্ট্রকে পরিণতি ভোগ করতে হবে বলে সতর্ক করে দিয়েছেন যখন এ অর্থ দেশ পরিচালনায় তাদের খুবই প্রয়োজন।

গত গ্রীষ্মে তালেবান আফগানিস্তানের ক্ষমতা দখল করার পর মার্কিন সরকার আফগানিস্তানের শতশত কোটি ডলার জব্দ করেছে। আমেরিকার এ পদক্ষেপের কারণে তালেবান সরকার দেশ পরিচালনায় বড় ধরনের চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছে। তালেবান কর্তৃপক্ষ তাদের আটকে পড়া অর্থ উদ্ধারের জন্য যুক্তরাষ্ট্র এবং ইউরোপের কয়েকটি দেশের সঙ্গে গত কয়েক মাস ধরে ব্যাপক আলোচনা চালিয়ে যাচ্ছে কিন্তু তারপরও মার্কিন নীতিতে কোনো পরিবর্তন আসেনি।

সর্বশেষ সাড়ে ৩০০ কোটি ডলার আফগানিস্তানের কেন্দ্রিয় ব্যাংকে স্থানান্তর করার বিষয়ে তালেবান ও আমেরিকার মধ্যে যে সমঝোতা হয়েছে তাতে বোঝা যায় তালেবানের ওপর প্রচণ্ড অর্থনৈতিক চাপ সৃষ্টির যে চেষ্টা আমেরিকা করছিল তা থেকে তারা কিছুটা সরে এসেছে। যদি এ  অর্থ ছাড় পায় তাহলে তালেবান সরকারের অবস্থান কিছুটা ভালো হবে।

আফগান বিষয়ক মার্কিন প্রতিনিধি কিছুদিন আগে বলেছিলেন, তালেবানের সাথে তাদের কূটনৈতিক যোগাযোগ সবার জন্যই কল্যাণকর। এরপর এই অর্থ ছাড়ের ঘটনা ঘটল।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ